ঢামেক প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোড এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম পুলক গোমেজ (২১)। এ ঘটনায় পুলক গোমেজের বন্ধু নয়ন (২২) গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার ভোরে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলক ও নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৬টার দিকে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে এলে পুলক নামে এক শিক্ষার্থী মারা যান। আহত নয়ন হাসপাতালে ভর্তি আছেন।
পুলকের ভগ্নিপতি রনি মাইকেল রোজারিও জানান, তাঁদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জের নাগরি গ্রামে। পুলকের বাবার নাম বিপিন গোমেজ। পরিবারের সঙ্গে গুলশান নর্দা এলাকায় থাকতেন পুলক। গুলশানের মার্টিন লুথার কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন পুলক।
রনি মাইকেল রোজারিও জানান, বন্ধু নয়নের সঙ্গে রাতে মোটরসাইকেলে ঘুরতে বের হন পুলক। দুই বন্ধু পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য যান। সেখান থেকে খাবার খেয়ে ফেরার পথে রামপুরা ওয়াপদা রোড এলাকায় একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তাঁরা দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, রামপুরা ওয়াপদা রোডের মুখে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোড এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম পুলক গোমেজ (২১)। এ ঘটনায় পুলক গোমেজের বন্ধু নয়ন (২২) গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার ভোরে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলক ও নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৬টার দিকে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে এলে পুলক নামে এক শিক্ষার্থী মারা যান। আহত নয়ন হাসপাতালে ভর্তি আছেন।
পুলকের ভগ্নিপতি রনি মাইকেল রোজারিও জানান, তাঁদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জের নাগরি গ্রামে। পুলকের বাবার নাম বিপিন গোমেজ। পরিবারের সঙ্গে গুলশান নর্দা এলাকায় থাকতেন পুলক। গুলশানের মার্টিন লুথার কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন পুলক।
রনি মাইকেল রোজারিও জানান, বন্ধু নয়নের সঙ্গে রাতে মোটরসাইকেলে ঘুরতে বের হন পুলক। দুই বন্ধু পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য যান। সেখান থেকে খাবার খেয়ে ফেরার পথে রামপুরা ওয়াপদা রোড এলাকায় একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তাঁরা দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, রামপুরা ওয়াপদা রোডের মুখে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
বগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যান চালক সুমন রবিদাসকে টাকা দেননি।
৩ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
৮ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
২৫ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
৩০ মিনিট আগে