নারায়ণগঞ্জ প্রতিনিধি
ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয় এমন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকার।
আজ সোমবার দুপুরে নেতাকর্মীদের জামিন শুনানির পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তৈমুর আলম বলেন, ‘আমি মনে করি ইভিএম ব্যবহার করা হলে কোনো রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়া উচিত না। যারা নৌকাকে জেতানোর জন্য এসব ঘটনা ঘটিয়েছেন তাঁদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে একদিন। মনে রাখতে হবে, কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়।’
তৈমুর আলম অভিযোগ করেন, নাসিক নির্বাচনে ভোট গ্রহণের আগে কয়েক দিনের মধ্যে যারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তাঁরা সবাই তাঁর সঙ্গে সম্পৃক্ত। পুলিশ নৌকার প্রার্থীকে জয়ী করতেই এই লোকগুলোকে গ্রেপ্তার করেছে।
শুধু তাঁর সমর্থক হওয়ায় জয়দেব মণ্ডল নামে এক যুবককে হেফাজতে ইসলামের কর্মী সাজিয়ে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তৈমুর আলম। তিনি বলেন, ‘এখন হিন্দুরাও হেফাজত করে। পুলিশ অফিসাররা এসব নাটক করে সরকারকে খুশি করতে আমার লোকজনকে জেলে নিয়েছে।’
তৈমুর বলেন, ‘এই সরকার ও তার এজেন্সির কারণে ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। নৌকার ভরাডুবিকে সামনে দেখে তাঁরা এসব করেছেন। আমি তাঁদের অত্যাচার নির্যাতনের মধ্যে নির্বাচনটা করেছি।’
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন তৈমুর আলম খন্দকার। বিএনপি দলীয় ভাবে এবার স্থানীয় সরকার নির্বাচন বর্জন করে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তৈমুর আলম খন্দকার নাসিক নির্বাচন মেয়রপ্রার্থী হওয়ায় তাঁকে সেই দায়িত্ব থেকে প্রথমে অব্যাহতি দেওয়া হয়। পরে দল থেকেই বহিষ্কার করে বিএনপি।
ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয় এমন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকার।
আজ সোমবার দুপুরে নেতাকর্মীদের জামিন শুনানির পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তৈমুর আলম বলেন, ‘আমি মনে করি ইভিএম ব্যবহার করা হলে কোনো রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়া উচিত না। যারা নৌকাকে জেতানোর জন্য এসব ঘটনা ঘটিয়েছেন তাঁদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে একদিন। মনে রাখতে হবে, কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়।’
তৈমুর আলম অভিযোগ করেন, নাসিক নির্বাচনে ভোট গ্রহণের আগে কয়েক দিনের মধ্যে যারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তাঁরা সবাই তাঁর সঙ্গে সম্পৃক্ত। পুলিশ নৌকার প্রার্থীকে জয়ী করতেই এই লোকগুলোকে গ্রেপ্তার করেছে।
শুধু তাঁর সমর্থক হওয়ায় জয়দেব মণ্ডল নামে এক যুবককে হেফাজতে ইসলামের কর্মী সাজিয়ে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তৈমুর আলম। তিনি বলেন, ‘এখন হিন্দুরাও হেফাজত করে। পুলিশ অফিসাররা এসব নাটক করে সরকারকে খুশি করতে আমার লোকজনকে জেলে নিয়েছে।’
তৈমুর বলেন, ‘এই সরকার ও তার এজেন্সির কারণে ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। নৌকার ভরাডুবিকে সামনে দেখে তাঁরা এসব করেছেন। আমি তাঁদের অত্যাচার নির্যাতনের মধ্যে নির্বাচনটা করেছি।’
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন তৈমুর আলম খন্দকার। বিএনপি দলীয় ভাবে এবার স্থানীয় সরকার নির্বাচন বর্জন করে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তৈমুর আলম খন্দকার নাসিক নির্বাচন মেয়রপ্রার্থী হওয়ায় তাঁকে সেই দায়িত্ব থেকে প্রথমে অব্যাহতি দেওয়া হয়। পরে দল থেকেই বহিষ্কার করে বিএনপি।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৭ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৭ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৭ ঘণ্টা আগে