নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী ও রায়েরবাগে দুই যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলা দুটি দায়ের করা হয়।
আদালত পৃথকভাবে দুই বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো মামলা বা জিডি আছে কি না যাত্রাবাড়ী থানা-পুলিশকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
শেখ হাসিনা, শেখ রেহেনাসহ ১০৭ জন আসামি করে মামলা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুরে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে ইমন নামে এক যুবক মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ ১০৭ জনকে আসামি করে মামলা করেন ইমনের মা জোসনা। অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়েছে, পুলিশসহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে ইমন মারা যান।
শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা:
গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালী টোল প্লাজার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাকিব নামের এক যুবক। এ ঘটনায় শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেছেন রাকিবের মা কহিনূর বেগম। অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আসাদুজ্জামান খান, মশিউর রহমান সজল, হারুনর রশীদ মুন্না, আবু আহমেদ মন্নাফী ও কামরুল হাসান রিপন। এ মামলার অভিযোগে বলা হয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাদের গুলিতে বাদীর ছেলের মৃত্যু হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী ও রায়েরবাগে দুই যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে মামলা দুটি দায়ের করা হয়।
আদালত পৃথকভাবে দুই বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনো মামলা বা জিডি আছে কি না যাত্রাবাড়ী থানা-পুলিশকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
শেখ হাসিনা, শেখ রেহেনাসহ ১০৭ জন আসামি করে মামলা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুরে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে ইমন নামে এক যুবক মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ ১০৭ জনকে আসামি করে মামলা করেন ইমনের মা জোসনা। অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়েছে, পুলিশসহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে ইমন মারা যান।
শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা:
গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর কুতুবখালী টোল প্লাজার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাকিব নামের এক যুবক। এ ঘটনায় শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেছেন রাকিবের মা কহিনূর বেগম। অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আসাদুজ্জামান খান, মশিউর রহমান সজল, হারুনর রশীদ মুন্না, আবু আহমেদ মন্নাফী ও কামরুল হাসান রিপন। এ মামলার অভিযোগে বলা হয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাদের গুলিতে বাদীর ছেলের মৃত্যু হয়েছে।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে