ডিএমপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ২১
Thumbnail image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেছেন পুলিশপ্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ শনিবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, জাতির বিপদের দিনে সব সময় সবার আগে এগিয়ে এসেছে ডিএমপি। আইনশৃঙ্খলা মোকাবিলায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে তারা। কর্তব্য পালনের পাশাপাশি করোনা মোকাবিলায় মানবিক পুলিশ হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। এসব কর্মহীন মানুষের পাশে খাবার নিয়ে দাঁড়িয়েছে। এমনকি অসুস্থদের হাসপাতালে এবং করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষকে দাফনের কাজ করেছেন ডিএমপির পুলিশ সদস্যরা।

এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর ডিএমপি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রাজারবাগে মূল অনুষ্ঠানে যায়। এতে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

ডিএমপি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রাজারবাগে মূল অনুষ্ঠানে যায়। ১৯৭৬ সালের আজকের দিনে মাত্র ৬ হাজার জনবল ও ১২টি থানা নিয়ে যাত্রা শুরু হয় ডিএমপির। বর্তমানে ৫০টি থানা এবং প্রায় ৩৪ হাজার জনবল নিয়ে চলছে কার্যক্রম। কাজের পরিধি বেশি হওয়ায় বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের চেয়ে অনেক বেশি আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে গড়ে তোলা হয়েছে ডিএমপিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত