নিস্তব্ধ ঢাকা কলেজ, ঈদের বেচাবিক্রি চলছে নিউমার্কেটে

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২০: ১১
Thumbnail image

রাজধানীর নিউমার্কেটে দুই দোকানির ঝগড়াকে কেন্দ্র করে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে টানা দুই দিন সংঘর্ষের তিন দিন পর নীরব নিস্তব্ধ দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজ। এদিকে নিউমার্কেট এলাকায় পুরোদমে শুরু হয়েছে ঈদের বেচাবিক্রি। 

সরেজমিন ঢাকা কলেজ এলাকায় গিয়ে দেখা যায়, পুরো কলেজ ফাঁকা। নেই শিক্ষার্থীদের উপস্থিতি। শেখ কামাল ছাত্রাবাসের সামনের মাঠ থাকে শিক্ষার্থীদের উপস্থিতিতে ভরপুর। কিন্তু জুমার নামাজের পর মাঠ রয়েছে পুরো ফাঁকা। শিক্ষার্থীদের কোনো উপস্থিতি নেই বললেই চলে। উত্তর ছাত্রাবাসের সামনের মাঠও রয়েছে ফাঁকা। 

নাজমুস সাকিব ঢাকা কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তাঁর সঙ্গে কথা হলে তিনি জানান, অনেক শিক্ষার্থী পরিবারের চাপের কারণে চলে গেছেন। অনেকেই ঈদের ছুটি শুরু হওয়ায় চলে যাচ্ছেন। তবে কিছু শিক্ষার্থী বিসিএস বা চাকরি পরীক্ষার প্রস্তুতি এবং সংঘর্ষের সময় আহত হওয়ারা হলে অবস্থান করছেন। 

এদিকে দুপুরে নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, পুরোদমে চলছে বেচাবিক্রি। মানুষের উপচে পড়া ভিড়। ভিড় দেখে মনে হয় না কয়েক দিন আগেও এই এলাকা রণক্ষেত্র ছিল। 

দুই দিন সংঘর্ষের তিন দিন পুরনো রূপ ফিরে পেয়েছে নিউ মার্কেট। ছবি: আজকের পত্রিকাআব্দুল আলীম নামের এক খুচরা কাপড় বিক্রেতার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, সংঘর্ষের আগেও যেরকম বেচাবিক্রি হতো, সংঘর্ষের পরেও একই রকম বেচাবিক্রি চলছে। করোনার কারণে গত দুই বছর মানুষ তেমন কোনো কিছু ঈদের জন্য কিনতে পারেনি। এবার মানুষ একসঙ্গে অনেক কিছু কিনছে। 

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহিন বলেন, ‘আমাদের ব্যবসা চলছে। আমাদের যে মনিটরিং সেল গঠনের কথা ছিল, তা নিজ নিজ মার্কেটে গঠন করা হয়েছে। কোনো ক্রেতার সঙ্গে কোনো বিক্রেতা খারাপ আচরণ করলে সরাসরি আমাদের সমিতির অফিসে যোগাযোগ করার অনুরোধ রইল। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’ 

ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ টি এম মইনুল হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে কলেজের ঈদের ছুটি শুরু হয়েছে। তাই শিক্ষার্থীরা বাড়িতে চলে যাচ্ছে। তবে কিছু শিক্ষার্থী হলে থাকাটা অস্বাভাবিক কিছু না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত