নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গোপীবাগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ এবং মাওয়া-ভাঙ্গা রুটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে দুপুর ১২টার পরে এই রুটে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণে কমলাপুর স্টেশনে আটকা পড়ে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষ কখন ট্রেন ছাড়বে এটা নিয়ে সঠিক তথ্য দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
রেলওয়ে সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর থেকে ট্রেনটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এরপর গোপীবাগ রেলগেটের কাছাকাছি এটি লাইনচ্যুত হয়। কয়েকটি বগি এ সময় লাইনচ্যুত হয়। পরে বগিগুলো সরিয়ে রেলযোগাযোগ স্বাভাবিক করা হয়।
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে সাড়ে ১০টার দিকে জানান, ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াত করা লোকাল ট্রেনটি সকাল ৬টা ৫০ মিনিটে লাইনচ্যুত হয়। রেলযোগাযোগ ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে।
তবে তিনি সাড়ে ১০টার আগেরেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে জানালেও দুর্ঘটনার পাঁচ ঘণ্টারও বেশি পরে রেলযোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির যাত্রী ইয়াসির আরাফাত ফেসবুক পোস্টে জানান, ট্রেনটি কমলাপুর থেকে ছাড়ার কথা সকাল সোয়া ৮টায়। ছাড়ার সময় পার হয়ে যাওয়ার পর জানানো হলো ট্রেন ছাড়তে এক ঘণ্টা বিলম্ব হবে, তবে তাঁরা কারণ বললেন না। পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে জানা গেল গোপীবাগে নারায়ণগঞ্জগামী ট্রেন লাইনচ্যুত হয়েছে, তাই দেরি হবে। সোয়া ৯টা পার হওয়ার পর স্পিকারে ঘোষণা এল ১০টা ২০ মিনিটে ট্রেন ছাড়বে। তারপর বলা হলো ১১টার কথা। সাড়ে ১১টার পর বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন ম্যানেজারের রুমে গিয়ে জানলেন তিনি ছুটিতে। বাংলাদেশের সবচেয়ে বড় স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশনে সরকারি কোনো দায়িত্বশীল ব্যক্তিকে তাঁরা পেলেন না, যিনি অন্তত জানাতে পারেন ট্রেন কখন ছাড়বে। এর মধ্যে আবারও ঘোষণা এল, ট্রেন ছাড়বে ১২টা ২০ মিনিটে। পুরোটা সময় ধরে বাংলাদেশ রেলওয়ে একবারের জন্যও সত্যটুকু স্বীকার করল না যে, তাঁরা আসলে জানেন না ট্রেন ছাড়তে কত সময় লাগবে কিংবা উদ্ধারকাজে কতটা সময় লাগবে।
রাজধানীর গোপীবাগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ এবং মাওয়া-ভাঙ্গা রুটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে দুপুর ১২টার পরে এই রুটে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণে কমলাপুর স্টেশনে আটকা পড়ে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষ কখন ট্রেন ছাড়বে এটা নিয়ে সঠিক তথ্য দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
রেলওয়ে সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর থেকে ট্রেনটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এরপর গোপীবাগ রেলগেটের কাছাকাছি এটি লাইনচ্যুত হয়। কয়েকটি বগি এ সময় লাইনচ্যুত হয়। পরে বগিগুলো সরিয়ে রেলযোগাযোগ স্বাভাবিক করা হয়।
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে সাড়ে ১০টার দিকে জানান, ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াত করা লোকাল ট্রেনটি সকাল ৬টা ৫০ মিনিটে লাইনচ্যুত হয়। রেলযোগাযোগ ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে।
তবে তিনি সাড়ে ১০টার আগেরেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে জানালেও দুর্ঘটনার পাঁচ ঘণ্টারও বেশি পরে রেলযোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির যাত্রী ইয়াসির আরাফাত ফেসবুক পোস্টে জানান, ট্রেনটি কমলাপুর থেকে ছাড়ার কথা সকাল সোয়া ৮টায়। ছাড়ার সময় পার হয়ে যাওয়ার পর জানানো হলো ট্রেন ছাড়তে এক ঘণ্টা বিলম্ব হবে, তবে তাঁরা কারণ বললেন না। পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে জানা গেল গোপীবাগে নারায়ণগঞ্জগামী ট্রেন লাইনচ্যুত হয়েছে, তাই দেরি হবে। সোয়া ৯টা পার হওয়ার পর স্পিকারে ঘোষণা এল ১০টা ২০ মিনিটে ট্রেন ছাড়বে। তারপর বলা হলো ১১টার কথা। সাড়ে ১১টার পর বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন ম্যানেজারের রুমে গিয়ে জানলেন তিনি ছুটিতে। বাংলাদেশের সবচেয়ে বড় স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশনে সরকারি কোনো দায়িত্বশীল ব্যক্তিকে তাঁরা পেলেন না, যিনি অন্তত জানাতে পারেন ট্রেন কখন ছাড়বে। এর মধ্যে আবারও ঘোষণা এল, ট্রেন ছাড়বে ১২টা ২০ মিনিটে। পুরোটা সময় ধরে বাংলাদেশ রেলওয়ে একবারের জন্যও সত্যটুকু স্বীকার করল না যে, তাঁরা আসলে জানেন না ট্রেন ছাড়তে কত সময় লাগবে কিংবা উদ্ধারকাজে কতটা সময় লাগবে।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৭ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৭ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৭ ঘণ্টা আগে