নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির মহাসমাবেশের দিন দায়িত্বরত অবস্থায় হামলায় নিহত পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলামের পরিবারকে পেনশন বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আমিরুলের স্ত্রী ও মেয়ের হাতে চেক এবং আনুতোষিক সুবিধার সব কাগজ বুঝিয়ে দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার।
আজ বুধবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে নিজ অফিসকক্ষে কনস্টেবল আমিরুলের পরিবারের কাছে পেনশনের চেক, ভবিষ্য তহবিলের জমাকৃত অর্থ ও ল্যামগ্রান্ডের সমুদয় অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপির সূত্র জানিয়েছে, সাধারণত পারিবারিক পেনশন তুলতে দীর্ঘ সময় লেগে যায়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে আমিরুলের পেনশন কার্যক্রম দ্রুত করা হয়েছে।
ডিএমপি কমিশনার আমিরুলের পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৩৪ হাজার সদস্য নিয়ে একটি পরিবার। আমিরুলের পরিবারও আমাদের পরিবার। যেকোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের পাশে থাকবে।’
প্রসঙ্গত, গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ আসা মানুষের নিরাপত্তায় ভোর থেকেই বক্স কালভার্ট রোডের মাথায় দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আমিরুল। বিকেলের দিকে সংঘর্ষ শুরু হলে হামলায় তিনি নিহত হন।
বিএনপির মহাসমাবেশের দিন দায়িত্বরত অবস্থায় হামলায় নিহত পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলামের পরিবারকে পেনশন বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আমিরুলের স্ত্রী ও মেয়ের হাতে চেক এবং আনুতোষিক সুবিধার সব কাগজ বুঝিয়ে দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার।
আজ বুধবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে নিজ অফিসকক্ষে কনস্টেবল আমিরুলের পরিবারের কাছে পেনশনের চেক, ভবিষ্য তহবিলের জমাকৃত অর্থ ও ল্যামগ্রান্ডের সমুদয় অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপির সূত্র জানিয়েছে, সাধারণত পারিবারিক পেনশন তুলতে দীর্ঘ সময় লেগে যায়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে আমিরুলের পেনশন কার্যক্রম দ্রুত করা হয়েছে।
ডিএমপি কমিশনার আমিরুলের পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৩৪ হাজার সদস্য নিয়ে একটি পরিবার। আমিরুলের পরিবারও আমাদের পরিবার। যেকোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের পাশে থাকবে।’
প্রসঙ্গত, গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ আসা মানুষের নিরাপত্তায় ভোর থেকেই বক্স কালভার্ট রোডের মাথায় দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আমিরুল। বিকেলের দিকে সংঘর্ষ শুরু হলে হামলায় তিনি নিহত হন।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪১ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে