নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন। সকাল ৭টা ৪৭ মিনিট। গাজীপুর সিটি করপোরেশন এলাকার কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র। কানাইয়া স্কুলে নিজের ভোট দেবেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
ভোট গ্রহণ শুরুর অল্প কিছুক্ষণ আগে এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, নির্ধারিত সীমানার বাইরে গুটি কয়েক ভোটার অপেক্ষা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। ব্যস্ত সময় পার করছেন প্রিসাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যরা। তবে এ সময় এই কেন্দ্রের কয়েকটি বুথের সিসি ক্যামেরা মেরামত করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, এই কেন্দ্রের সাতটি বুথে ভোট দেবেন ২ হাজার ৩৫৬ জন ভোটার। অন্যদিকে গাজীপুরে ভোট সুষ্ঠু করতে এই নগরীর ৪৮০টি ভোটকেন্দ্রে ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত মঙ্গলবার সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয় নিশ্চিত করেছেন। তবে কেন্দ্রে গিয়ে দেখা মেলে ভিন্ন পরিস্থিতি।
এ সব বিষয়ে জানতে কথা হয় কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা শামসুজ্জামানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘একটা বুথ নেব কী নেব না, ওটা নিয়ে ঝামেলা। লাস্টে ম্যাজিস্ট্রেট স্যার ফাইনালি বলছেন, ভোট নেওয়া যাবে। তাই ভোর ৫টার দিকে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।’
দুই দিন আগেই লাগানোর কথা ছিল জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘অস্থায়ী বুথ নেওয়ার কথা ছিল। বৃষ্টি এলে ঝামেলা হতে পারে, তাই স্থায়ী বুথ নিয়েছি।’
নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। ইভিএমে জীবনের প্রথম ভোট দেব। এটাই আমাদের নতুন অভিজ্ঞতা হবে।’
তবে ইভিএমএ মক ভোটের দাবি তোলেন এই ভোটার। ভোট সুষ্ঠু না হয়ে কোনো উপায় নেই বলে মনে করেন এই ব্যক্তি। তিনি বলেন, ‘স্মার্ট যুগে স্মার্ট মানুষ ভোট দেবে। এটা সুষ্ঠু না হয়ে উপায় নেই।’ একই ওয়ার্ডের আওলাদ হোসেনসহ আরও কয়েকজন তাঁর কথায় সায় দেন।
আজ গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন। সকাল ৭টা ৪৭ মিনিট। গাজীপুর সিটি করপোরেশন এলাকার কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র। কানাইয়া স্কুলে নিজের ভোট দেবেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জায়েদা খাতুন ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
ভোট গ্রহণ শুরুর অল্প কিছুক্ষণ আগে এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, নির্ধারিত সীমানার বাইরে গুটি কয়েক ভোটার অপেক্ষা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। ব্যস্ত সময় পার করছেন প্রিসাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যরা। তবে এ সময় এই কেন্দ্রের কয়েকটি বুথের সিসি ক্যামেরা মেরামত করতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, এই কেন্দ্রের সাতটি বুথে ভোট দেবেন ২ হাজার ৩৫৬ জন ভোটার। অন্যদিকে গাজীপুরে ভোট সুষ্ঠু করতে এই নগরীর ৪৮০টি ভোটকেন্দ্রে ৪ হাজার ৪৩৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত মঙ্গলবার সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয় নিশ্চিত করেছেন। তবে কেন্দ্রে গিয়ে দেখা মেলে ভিন্ন পরিস্থিতি।
এ সব বিষয়ে জানতে কথা হয় কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা শামসুজ্জামানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘একটা বুথ নেব কী নেব না, ওটা নিয়ে ঝামেলা। লাস্টে ম্যাজিস্ট্রেট স্যার ফাইনালি বলছেন, ভোট নেওয়া যাবে। তাই ভোর ৫টার দিকে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।’
দুই দিন আগেই লাগানোর কথা ছিল জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘অস্থায়ী বুথ নেওয়ার কথা ছিল। বৃষ্টি এলে ঝামেলা হতে পারে, তাই স্থায়ী বুথ নিয়েছি।’
নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। ইভিএমে জীবনের প্রথম ভোট দেব। এটাই আমাদের নতুন অভিজ্ঞতা হবে।’
তবে ইভিএমএ মক ভোটের দাবি তোলেন এই ভোটার। ভোট সুষ্ঠু না হয়ে কোনো উপায় নেই বলে মনে করেন এই ব্যক্তি। তিনি বলেন, ‘স্মার্ট যুগে স্মার্ট মানুষ ভোট দেবে। এটা সুষ্ঠু না হয়ে উপায় নেই।’ একই ওয়ার্ডের আওলাদ হোসেনসহ আরও কয়েকজন তাঁর কথায় সায় দেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে