জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংস্কৃতিক কেন্দ্রের ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি চারুকলা বিভাগের শিক্ষার্থী আসফিকুর রহমান আশিক (১১তম ব্যাচ) ও সাধারণ সম্পাদক দর্শন বিভাগের শিক্ষার্থী সাহিদুল ইসলাম ভূঁইয়া (১২তম ব্যাচ) নির্বাচিত হয়েছেন।
আজ রোববার চারুকলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান ড. বজলুর রশিদ খান কার্যনির্বাহী সংসদের ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটি রোববার (৭ নভেম্বর) থেকে পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
এ সময় জবি সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টাবৃন্দ, সদ্য বিদায়ী কমিটির সভাপতি ফাইয়াজ হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকান্দার উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি স্বর্ণালি হাওলাদার; যুগ্ম সাধারণ সম্পাদক জ্যোতির্ময় রায়, আরাফাত আমান, তুহিনুজ্জামান তুহিন ও শারমিন সুলতানা রানী; সাংগঠনিক সম্পাদক শিমু তালুকদার, নাবিউল হাসান, রাফিয়া সুলতানা রাফি, আনিসুর রহমান রুবেল ও ফারজানা আলম প্রীতি; অর্থ সম্পাদক সূচনা দাস, সহ-অর্থ সম্পাদক পরমা দাস, প্রচার সম্পাদক রকি আহমেদ, সহ-প্রচার সম্পাদক অপূর্ব চৌধুরী, দপ্তর সম্পাদক মাহদী হাসান, সহদপ্তর সম্পাদক শান্তা সাদিয়া রহমান, সংগীত সম্পাদক সিয়ামুল ইসলাম তুহিন, সহসংগীত সম্পাদক মেহেরিন আফরোজ সূচি, নৃত্য সম্পাদক জয়িতা কর, সহনৃত্য সম্পাদক রাউফুন সিনথী, আবৃত্তি সম্পাদক তামজিদা ইসলাম মুন্নি, সহ-আবৃত্তি সম্পাদক যুথী খানম, চিত্র সম্পাদক মাহমুদুল হাসান তনয়, সহচিত্র সম্পাদক অরবিন্দ হালদার।
এ ছাড়া নাট্য সম্পাদক হিসেবে মো. আবু হানিফ, সহনাট্য সম্পাদক সুব্রত পাল, প্রকাশনা সম্পাদক রিসাত রহমান স্বচ্ছ, সহপ্রকাশনা সম্পাদক প্রবাল দে, সাহিত্য সম্পাদক রেজওয়ান সীমান্ত, সহসাহিত্য সম্পাদক উম্মে তাহমিনা জেরীফ মিশু এবং কার্যকরী সদস্য পদে আল আরবী লাবনী, তাজিয়া ইসলাম, তাফসানা আফরিন মৃদুলা, সামিরা ইসলাম ও সুমাইয়া তাহরিন সৃজনী রয়েছেন।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাংস্কৃতিক কেন্দ্র সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। দেশীয় সংস্কৃতি বিকাশে সক্রিয় থাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন কর্মশালা ও অনুষ্ঠানের আয়োজন করে থাকে সংগঠনটি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংস্কৃতিক কেন্দ্রের ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি চারুকলা বিভাগের শিক্ষার্থী আসফিকুর রহমান আশিক (১১তম ব্যাচ) ও সাধারণ সম্পাদক দর্শন বিভাগের শিক্ষার্থী সাহিদুল ইসলাম ভূঁইয়া (১২তম ব্যাচ) নির্বাচিত হয়েছেন।
আজ রোববার চারুকলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান ড. বজলুর রশিদ খান কার্যনির্বাহী সংসদের ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটি রোববার (৭ নভেম্বর) থেকে পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
এ সময় জবি সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টাবৃন্দ, সদ্য বিদায়ী কমিটির সভাপতি ফাইয়াজ হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকান্দার উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি স্বর্ণালি হাওলাদার; যুগ্ম সাধারণ সম্পাদক জ্যোতির্ময় রায়, আরাফাত আমান, তুহিনুজ্জামান তুহিন ও শারমিন সুলতানা রানী; সাংগঠনিক সম্পাদক শিমু তালুকদার, নাবিউল হাসান, রাফিয়া সুলতানা রাফি, আনিসুর রহমান রুবেল ও ফারজানা আলম প্রীতি; অর্থ সম্পাদক সূচনা দাস, সহ-অর্থ সম্পাদক পরমা দাস, প্রচার সম্পাদক রকি আহমেদ, সহ-প্রচার সম্পাদক অপূর্ব চৌধুরী, দপ্তর সম্পাদক মাহদী হাসান, সহদপ্তর সম্পাদক শান্তা সাদিয়া রহমান, সংগীত সম্পাদক সিয়ামুল ইসলাম তুহিন, সহসংগীত সম্পাদক মেহেরিন আফরোজ সূচি, নৃত্য সম্পাদক জয়িতা কর, সহনৃত্য সম্পাদক রাউফুন সিনথী, আবৃত্তি সম্পাদক তামজিদা ইসলাম মুন্নি, সহ-আবৃত্তি সম্পাদক যুথী খানম, চিত্র সম্পাদক মাহমুদুল হাসান তনয়, সহচিত্র সম্পাদক অরবিন্দ হালদার।
এ ছাড়া নাট্য সম্পাদক হিসেবে মো. আবু হানিফ, সহনাট্য সম্পাদক সুব্রত পাল, প্রকাশনা সম্পাদক রিসাত রহমান স্বচ্ছ, সহপ্রকাশনা সম্পাদক প্রবাল দে, সাহিত্য সম্পাদক রেজওয়ান সীমান্ত, সহসাহিত্য সম্পাদক উম্মে তাহমিনা জেরীফ মিশু এবং কার্যকরী সদস্য পদে আল আরবী লাবনী, তাজিয়া ইসলাম, তাফসানা আফরিন মৃদুলা, সামিরা ইসলাম ও সুমাইয়া তাহরিন সৃজনী রয়েছেন।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাংস্কৃতিক কেন্দ্র সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। দেশীয় সংস্কৃতি বিকাশে সক্রিয় থাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন কর্মশালা ও অনুষ্ঠানের আয়োজন করে থাকে সংগঠনটি।
ভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
৬ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
১৩ মিনিট আগেকালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
২৭ মিনিট আগে