ঢামেক প্রতিবেদক
রাজধানীর আসাদগেটে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আব্দুর রব (১৮)। আজ শুক্রবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ছুড়িকাঘাত করে একদল ছিনতাইকারী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল হাসান জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে আসাদগেট ফুটওভার ব্রিজের পাশে বন্ধু রুবেলকে সঙ্গে নিয়ে বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন আব্দুর রব। তখন পাঁচ-ছয়জন ছিনতাইকারী এসে আব্দুর রবের সঙ্গে থাকা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাদের থামাতে গেলে রুবেলকেও ছুরিকাঘাতে আহত করা হয়।
এসআই আরও জানান, আহত আব্দুর রবকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করে স্বজনেরা। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে সেখানে তাঁর মৃত্যু হয়। রুবেল সামান্য আহত। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতকদের আটকের চেষ্টা চলছে।
নিহতের স্বজনেরা জানিয়েছেন, তাঁর বাবার নাম মৃত জাকির হোসেন। বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি ঢাকার সাভার বিশমাইল এলাকায় থাকতেন। গাবতলী-বাবুবাজার রুটের ব্রাদার্স বাসের চালকের সহযোগী হিসেবে কাজ করতেন। গতকাল সাভার থেকে মোহাম্মদপুরে বড় ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে কেনাকাটা করে বন্ধুকে নিয়ে সাভারে ফিরছিলেন। তখনই ছিনতাইকারীদের কবলে পড়েন। তার কাছ থেকে তিন হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে।
রাজধানীর আসাদগেটে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আব্দুর রব (১৮)। আজ শুক্রবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ছুড়িকাঘাত করে একদল ছিনতাইকারী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল হাসান জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে আসাদগেট ফুটওভার ব্রিজের পাশে বন্ধু রুবেলকে সঙ্গে নিয়ে বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন আব্দুর রব। তখন পাঁচ-ছয়জন ছিনতাইকারী এসে আব্দুর রবের সঙ্গে থাকা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাদের থামাতে গেলে রুবেলকেও ছুরিকাঘাতে আহত করা হয়।
এসআই আরও জানান, আহত আব্দুর রবকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করে স্বজনেরা। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে সেখানে তাঁর মৃত্যু হয়। রুবেল সামান্য আহত। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতকদের আটকের চেষ্টা চলছে।
নিহতের স্বজনেরা জানিয়েছেন, তাঁর বাবার নাম মৃত জাকির হোসেন। বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি ঢাকার সাভার বিশমাইল এলাকায় থাকতেন। গাবতলী-বাবুবাজার রুটের ব্রাদার্স বাসের চালকের সহযোগী হিসেবে কাজ করতেন। গতকাল সাভার থেকে মোহাম্মদপুরে বড় ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে কেনাকাটা করে বন্ধুকে নিয়ে সাভারে ফিরছিলেন। তখনই ছিনতাইকারীদের কবলে পড়েন। তার কাছ থেকে তিন হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে।
ঢাকার তুলনামূলকভাবে নতুন পরিকল্পিত আবাসিক এলাকা আফতাবনগরে প্রতিনিয়ত চলছে নতুন ভবনের নির্মাণকাজ। অবকাঠামো নির্মাণ আবাসিক প্রকল্পের অনিবার্য অংশ হলেও সতর্কতার অভাবে বিষয়টি এলাকার বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগেবাবা কাঠমিস্ত্রি। এখন বার্ধক্যের কারণে নিয়মিত রোজগার করতে পারেন না। সংসারের অভাব ঘোচাতে মা অন্যের বাড়িতে কাজ করেন। এমন পরিবারের সন্তান মাজেদুল ইসলাম মিজু এ বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নেওয়া।
১ ঘণ্টা আগেটগবগে যুবক রাকিব মহাজন। দালালদের খপ্পরে পড়ে ২০ বছর বয়সে বাড়ি থেকে বের হন ইউরোপের দেশ ইতালি যাবেন বলে। এ জন্য দালালকে দিতে হয়েছে ২৭ লাখ টাকা। কিন্তু তিন বছরেও পৌঁছাতে পারেননি ইতালি। লিবিয়ায় নিয়ে জিম্মি করা হয় তাঁকে।
২ ঘণ্টা আগে‘বিএসএফকে সাইজ করার জন্য আমিই অ্যানাফ’—এমন কথা বলেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এ সময় সাধারণ মানুষকে নো ম্যানস ল্যান্ড এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে