পুলিশের তালিকাভুক্ত ‘কিলার লিটন’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯: ০২
গ্রেপ্তার মো. লিটন হাওলাদার। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী মো. লিটন হাওলাদার ওরফে কিলার লিটনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ করিম আজকের পত্রিকাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার দিবাগত পৌনে ১টার দিকে হাজারীবাগের বাড়ৈখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা-পুলিশ।

গ্রেপ্তার লিটনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বাজিত খাঁ গ্রামে। তিনি হাজারীবাগের বাড়ৈখালী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

লিটন পুলিশ সদর দপ্তর ও ডিএমপির তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক ও চাঁদাবাজীসহ অন্তত ১৪টি মামলা রয়েছে।

এলাকাবাসীর কাছে তিনি ‘কিলার লিটন’ হিসেবে পরিচিত। তাঁকে দীর্ঘদিন ধরে থানা পুলিশ, ডিবি ও র‍্যাব গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত