প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে জ্বালানি তেল চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ হাজার ৫০০ লিটার জ্বালানি তেলভর্তি ট্যাংক লরি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় র্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. বাহাউদ্দিন বাতেন (৪৮) ও মো. আব্দুস সাত্তার সোহাগ (৩৮)।
র্যাব-১১ দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ চোরাই চক্র দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গা থেকে অসাধু উপায়ে জ্বালানি তেলের উপজাত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা সংগ্রহ করে পেট্রল পাম্পগুলোতে সরবরাহ করে আসছে। ন্যাপথা মূলত কেমিক্যাল কোম্পানিগুলোতে ব্যবহার করা হয়। ইঞ্জিন চালিত গাড়িতে ব্যবহৃত জ্বালানি তেল পেট্রলের তুলনায় ন্যাপথার বাজার মূল্য অনেক কম হওয়ায় এই চোরাই চক্র অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পেট্রলের সঙ্গে ন্যাপথা মিশিয়ে গাড়ির মালিকদের কাছে বিক্রয় করে প্রতারণামূলকভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ড্রাইভার ও হেলপার পেশার ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে তাঁরা দেশের বিভিন্ন স্থান থেকে অসাধু উপায়ে কেমিক্যাল কোম্পানিতে ব্যবহৃত জ্বালানি তেলের উপজাত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা সংগ্রহ করে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার পেট্রোলিয়াম পাম্পগুলোতে সরবরাহ করে আসছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে জ্বালানি তেল চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ হাজার ৫০০ লিটার জ্বালানি তেলভর্তি ট্যাংক লরি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় র্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. বাহাউদ্দিন বাতেন (৪৮) ও মো. আব্দুস সাত্তার সোহাগ (৩৮)।
র্যাব-১১ দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ চোরাই চক্র দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গা থেকে অসাধু উপায়ে জ্বালানি তেলের উপজাত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা সংগ্রহ করে পেট্রল পাম্পগুলোতে সরবরাহ করে আসছে। ন্যাপথা মূলত কেমিক্যাল কোম্পানিগুলোতে ব্যবহার করা হয়। ইঞ্জিন চালিত গাড়িতে ব্যবহৃত জ্বালানি তেল পেট্রলের তুলনায় ন্যাপথার বাজার মূল্য অনেক কম হওয়ায় এই চোরাই চক্র অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পেট্রলের সঙ্গে ন্যাপথা মিশিয়ে গাড়ির মালিকদের কাছে বিক্রয় করে প্রতারণামূলকভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ড্রাইভার ও হেলপার পেশার ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে তাঁরা দেশের বিভিন্ন স্থান থেকে অসাধু উপায়ে কেমিক্যাল কোম্পানিতে ব্যবহৃত জ্বালানি তেলের উপজাত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ন্যাপথা সংগ্রহ করে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার পেট্রোলিয়াম পাম্পগুলোতে সরবরাহ করে আসছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
৪ মিনিট আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
১০ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২০ মিনিট আগেআজ ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দিবস। এ বছর প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রমের ৩৪ বছর পূর্ণ করে ৩৫ বছরে পদার্পণ করছে। এমন মুহূর্তে এসে ছাত্র-জনতার আন্দোলনে পাওয়া নতুন বাংলাদেশে খুবিকে নব আবহে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
২৩ মিনিট আগে