বক্তব্য প্রত্যাহার করে কাদের সিদ্দিকীকে ক্ষমা চাইতে বললেন এমপি জয়

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ২১: ৪৮
Thumbnail image

‘আমি মুক্তিযুদ্ধ না করলে সখীপুরের মানুষ রাজাকার হতো’—বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীর উত্তম) এমন বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা ডাকবাংলো মাঠে ‘২০ এপ্রিল ’৭১ সখীপুর মুক্তিবাহিনী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুপম শাহজাহান জয় প্রধান অতিথির বক্তব্য দেন।

বক্তব্যে কাদের সিদ্দিকীকে উদ্দেশ করে এমপি অনুপম শাহজাহান জয় বলেন, ‘সম্প্রতি উপজেলার হতেয়া-রাজাবাড়ীতে এক জনসভায় আপনি (কাদের সিদ্দিকী) বলেছেন, “আপনি না থাকলে সখীপুরের মানুষ রাজাকার হতো। আপনার এই বক্তব্য প্রত্যাহার করে সখীপুর-বাসাইলের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করুন।” এ সময় এমপি জয় উল্টো প্রশ্ন করেন, “আপনি (কাদের সিদ্দিকী) না থাকলে কি দেশ স্বাধীন হতো না?”’

এ সময় এমপি জয় আরও বলেন, ‘আপনি এত বড় মাপের একজন মানুষ, কিন্তু আপনার অহংকার, দাম্ভিকতা ও কথাবার্তার কারণে সখীপুর-বাসাইলের মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে। আমার মতো একজন বাচ্চা ছেলের কাছে (জাতীয় সংসদ নির্বাচনে) আপনাকে হারিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসে বড় মাপের মানুষ। আপনি এসব বক্তব্য প্রত্যাহার করেন, যাতে শেষ বয়সে আপনাকে সম্মানের মণিকোঠায় রাখতে পারি। এটা আপনার প্রতি আমার অনুরোধ।’

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন খোকা, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার এম ও গণি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার প্রমুখ বক্তব্য দেন।

এ সময় উপজেলার দুই শতাধিক মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, অনুপম শাহজাহান জয়ের বাবা চারবারের সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ শওকত মোমেন শাজাহান সখীপুরের কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০ জন শিক্ষার্থীকে নিয়ে ১৯৭১ সালের ২০ এপ্রিল প্রথম মুক্তিবাহিনী গঠন করেন। পরে কাদের সিদ্দিকী সখীপুরে এলে ওই ১০ যুবক কাদেরিয়া বাহিনীর সঙ্গে যোগদান করে মুক্তিযুদ্ধে অংশ নেন। এ কারণে গত বেশ কয়েক বছর ধরে সখীপুরের মুক্তিযোদ্ধারা ২০ এপ্রিল দিনটিকে ‘সখীপুর মুক্তিবাহিনী দিবস’ হিসেবে পালন করে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত