নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেলুলয়েডে বঙ্গবন্ধু শিরোনামে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ থেকে। আজ শুক্রবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট।
আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আগামী ২৭ মার্চ থেকে এই চলচ্চিত্র উৎসব শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন। তিনি বলেন, ‘জাতির জনকের জীবনসংগ্রাম সম্পর্কে সবাইকে জানাতে আমাদের এই উদ্যোগ। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ আমরা চলচ্চিত্র ও সংস্কৃতির মাধ্যমে তুলে ধরতে চাই।’
উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক শাহনূর বলেন, ‘আমরা চাই বঙ্গবন্ধুর কৃতিত্ব সবার সামনে তুলে ধরতে। বিশেষ করে স্কুলপড়ুয়া বাচ্চারা যেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের কথা জানতে পারে। প্রতিটি স্কুলে যদি এই চলচ্চিত্রটি দেখানো যেত, তাহলে ভালো হতো। তবে আমরা আশা করব সব বাচ্চা এই চলচ্চিত্র উপভোগ করবে।’
উৎসব উদ্বোধনীর দিনে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং ‘তোমারই হোক জয়’। উৎসব চলবে প্রতিদিন ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সেলুলয়েডে বঙ্গবন্ধু শিরোনামে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন শুরু হচ্ছে আগামী ২৭ মার্চ থেকে। আজ শুক্রবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্ট।
আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আগামী ২৭ মার্চ থেকে এই চলচ্চিত্র উৎসব শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন। তিনি বলেন, ‘জাতির জনকের জীবনসংগ্রাম সম্পর্কে সবাইকে জানাতে আমাদের এই উদ্যোগ। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ আমরা চলচ্চিত্র ও সংস্কৃতির মাধ্যমে তুলে ধরতে চাই।’
উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক শাহনূর বলেন, ‘আমরা চাই বঙ্গবন্ধুর কৃতিত্ব সবার সামনে তুলে ধরতে। বিশেষ করে স্কুলপড়ুয়া বাচ্চারা যেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের কথা জানতে পারে। প্রতিটি স্কুলে যদি এই চলচ্চিত্রটি দেখানো যেত, তাহলে ভালো হতো। তবে আমরা আশা করব সব বাচ্চা এই চলচ্চিত্র উপভোগ করবে।’
উৎসব উদ্বোধনীর দিনে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং ‘তোমারই হোক জয়’। উৎসব চলবে প্রতিদিন ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের দায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যথায় তাকে আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
৫ মিনিট আগেজাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুসারে বাংলাদেশে ৫-১৭ বৎসর বয়সী কর্মজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখের বেশি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর সংখ্যা প্রায় ১০ লাখ ৬৮ হাজার।
১৪ মিনিট আগেবগুড়ায় কারাবন্দী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুর (৫৬) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩১ মিনিট আগেকিশোরগঞ্জের ভৈরবে এক বাড়ি থেকে স্বামী, অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব রানীর বাজার এলাকার শাহজাহান মিয়া নামের এক ব্যক্তির ছয় তলা বিল্ডিংয়ের ছয় তলার বাসা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
৩৬ মিনিট আগে