নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এ সিদ্ধান্তের পর বুয়েট শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ফুল দিয়েছেন প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী।
আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তাঁরা। ফুল দেওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। ফুল দেওয়ার পর এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে ২০১৯ সালে জারি করা কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির কার্যকারিতা হাইকোর্ট স্থগিত করার পর বিকেলে শহীদ মিনারে জড়ো হন কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাঁরা বুয়েটে ছাত্ররাজনীতি চালু হওয়ায় উচ্ছ্বাস জানান।
এ সময় ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আবু সাঈদ কনক আজকের পত্রিকাকে বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান প্রতিনিধি হচ্ছে ছাত্র সংসদ। আমাদের একাডেমিক কাউন্সিলে সবার প্রতিনিধি আছে, শিক্ষার্থীদের নেই। দীর্ঘদিন ধরে ইউকসু না থাকার কারণে কোনো প্রতিনিধি নেই।’
তিনি আরও বলেন, ‘অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ’৯০-এর পর ছাত্র সংসদগুলো অকার্যকর হয়ে পড়লেও বুয়েটে ২০০১ সাল পর্যন্ত ইউকসু নির্বাচন হয়েছে। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুত যেন ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়।’
কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী হাসিন আজফার পান্থ বলেন, ‘২০১৯ সাল থেকে বুয়েটে সাংগঠনিক ছাত্ররাজনীতির চর্চাটা নাই। দেখা যাচ্ছে, ছাত্রলীগ একটা অপরাধে জড়িয়েছে, তার মানে এই নয় যে আর কেউ ছাত্রলীগ করতে পারবে না। কিংবা ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না। এই জিনিসটা তো অন্যায় হয়ে যায়।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এ সিদ্ধান্তের পর বুয়েট শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ফুল দিয়েছেন প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী।
আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তাঁরা। ফুল দেওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। ফুল দেওয়ার পর এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে ২০১৯ সালে জারি করা কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির কার্যকারিতা হাইকোর্ট স্থগিত করার পর বিকেলে শহীদ মিনারে জড়ো হন কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাঁরা বুয়েটে ছাত্ররাজনীতি চালু হওয়ায় উচ্ছ্বাস জানান।
এ সময় ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আবু সাঈদ কনক আজকের পত্রিকাকে বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান প্রতিনিধি হচ্ছে ছাত্র সংসদ। আমাদের একাডেমিক কাউন্সিলে সবার প্রতিনিধি আছে, শিক্ষার্থীদের নেই। দীর্ঘদিন ধরে ইউকসু না থাকার কারণে কোনো প্রতিনিধি নেই।’
তিনি আরও বলেন, ‘অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ’৯০-এর পর ছাত্র সংসদগুলো অকার্যকর হয়ে পড়লেও বুয়েটে ২০০১ সাল পর্যন্ত ইউকসু নির্বাচন হয়েছে। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুত যেন ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়।’
কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও বুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী হাসিন আজফার পান্থ বলেন, ‘২০১৯ সাল থেকে বুয়েটে সাংগঠনিক ছাত্ররাজনীতির চর্চাটা নাই। দেখা যাচ্ছে, ছাত্রলীগ একটা অপরাধে জড়িয়েছে, তার মানে এই নয় যে আর কেউ ছাত্রলীগ করতে পারবে না। কিংবা ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না। এই জিনিসটা তো অন্যায় হয়ে যায়।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে