অডিট কমিটিকে সহযোগিতা করতে ইভ্যালির ভবন মালিককে নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৮
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২৭

অডিট কমিটিকে সহযোগিতা করতে ইভ্যালির ভবন মালিক শেখ সালাউদ্দিনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া আদালত যখনই তাঁকে ডাকবেন, তখনই হাজির হতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। নির্দেশনা অনুযায়ী সালাউদ্দিন আজ হাজির হলে তাঁকে মামলায় পক্ষভুক্ত করা হয়। 

গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট সালাউদ্দিনকে ২৪ ফেব্রুয়ারি হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। এ ছাড়া ওই দিন ইভ্যালির সাবেক এমডি মো. রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ রাসেলের শ্বশুর-শাশুড়ি ও ভায়রা মামুনুর রশীদের বরাবর হস্তান্তরের অনুমতি দেন আদালত। 
 
প্রতারণাসহ নানা অভিযোগে গত বছরের ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন। তাঁরা দুজন এখন কারাগারে। 

এক গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিত গত বছরের ২২ সেপ্টেম্বর ইভ্যালির সব ধরনের সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। আর ১৮ অক্টোবর ইভ্যালি পরিচালনায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বে বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। 

বোর্ডের সদস্যরা হলেন–স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের অবসরপ্রাপ্ত সচিব মো. রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহমেদ ও আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। আর সরকারি বেতনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত