শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে জানালার থাইগ্লাস ভেঙে নিচে পড়ে, দরজা ছিটকে এদিক-সেদিক ছড়িয়ে যায়। স্বজনরা গুরুতর দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছেন। আজ শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল হাসেম প্রধানের স্ত্রী শামসুন্নাহার (৩৫) ও ছেলে মো. সানোয়ার হোসেন (১৬)।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী আব্দুল গফুর বলেন, ‘বিস্ফোরণের পর বিকট শব্দ শুনে সবাই উপরে ছুটে যাই। মা ও ছেলে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। শামসুন্নাহারের মুখ ও শরীরের বড় অংশ পুড়ে গেছে। ঘরের ভেতরে হাঁড়িপাতিল ছড়িয়ে-ছিটিয়ে ছিল।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম জানান, ঘটনাস্থল তালাবদ্ধ করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। প্রাথমিকভাবে জানা গেছে সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, ‘বাড়ির প্রধান ফটক তালাবদ্ধ থাকায় দ্রুত ঘটনাস্থলে প্রবেশ করা সম্ভব হয়নি। বিস্তারিত তদন্ত চলছে।’
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
গাজীপুরের শ্রীপুরে দোতলা ভবনের ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে জানালার থাইগ্লাস ভেঙে নিচে পড়ে, দরজা ছিটকে এদিক-সেদিক ছড়িয়ে যায়। স্বজনরা গুরুতর দগ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছেন। আজ শনিবার সকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল হাসেম প্রধানের স্ত্রী শামসুন্নাহার (৩৫) ও ছেলে মো. সানোয়ার হোসেন (১৬)।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী আব্দুল গফুর বলেন, ‘বিস্ফোরণের পর বিকট শব্দ শুনে সবাই উপরে ছুটে যাই। মা ও ছেলে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। শামসুন্নাহারের মুখ ও শরীরের বড় অংশ পুড়ে গেছে। ঘরের ভেতরে হাঁড়িপাতিল ছড়িয়ে-ছিটিয়ে ছিল।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম জানান, ঘটনাস্থল তালাবদ্ধ করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। প্রাথমিকভাবে জানা গেছে সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, ‘বাড়ির প্রধান ফটক তালাবদ্ধ থাকায় দ্রুত ঘটনাস্থলে প্রবেশ করা সম্ভব হয়নি। বিস্তারিত তদন্ত চলছে।’
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ১ ফেব্রুয়ারি নির্ধারণ করে রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৮ মিনিট আগেকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেল বর্তমানে রাজনৈতিক মামলায় কারাবন্দী। এর মধ্যে গতকাল রোববার (২৯ ডিসেম্বর) তাঁর বাবার মৃত্যু হয়।
২২ মিনিট আগেরাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক তাঁর এই রিমান্ড মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকায় জুলাই বিপ্লবের ঘোষণা অনুষ্ঠানে বরিশাল জেলা থেকে কমপক্ষে ৫০০ জন ছাত্র ঢাকায় যাবেন। এ উপলক্ষে ১০টি বাস রিজার্ভ করা হয়েছে।
১ ঘণ্টা আগে