ফরিদপুরে নাশকতার মামলায় বিএনপির ৪ নেতা কারাগারে

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১৭: ২৩
আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৭: ৫৯

নাশকতার মামলায় ফরিদপুরের সালথার চার বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আকবর আলী তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

কারাগারে পাঠানো চার নেতা হলেন সালথা উপজেলা বিএনপির সহসভাপতি মো. ফরিদুর রহমান, সহপ্রচার সম্পাদক এ জেড এম মুনির, বিএনপি নেতা মো. তৌহিদ খান ও উপজেলা ছাত্রদল নেতা মো. নাঈম মিয়া। 

বিএনপির ওই চার নেতাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাড. মোহা. মামুন অর রশিদ মামুন। তিনি বলেন, ‘হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন ওই চার নেতা। ছয় সপ্তাহের জামিন শেষে আজ সকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন তারা। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’ 

জানা গেছে, গত দ্বাদশ জাতীয় নির্বাচনের কয়েক দিন আগে ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের ঝুনাখালীর চালতলা নামক এলাকার একটি নাশকতা মামলার আসামি ছিলেন তাঁরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত