Ajker Patrika

রাতের আকাশে একসঙ্গে দেখা গেল সাতটি গ্রহ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেনুভিটা মানমন্দিরে টেলিস্কোপে চোখ রেখে চলছে গ্রহ দেখা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেনুভিটা মানমন্দিরে টেলিস্কোপে চোখ রেখে চলছে গ্রহ দেখা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের আকাশে বহুদিন পর একসঙ্গে সৌরজগতের সাত গ্রহ বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনকে দেখা গেছে।

এই অভূতপূর্ব মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে বিজ্ঞানমনস্ক, পর্বত আরোহী ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত কয়েকটি সংগঠনের সদস্যরা গাজীপুরের শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ী গ্রামের বেনুভিটা মানমন্দিরে জড়ো হন। সেখানে গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত টেলিস্কোপ বসিয়ে গ্রহ দেখার আয়োজন চলে। এতে স্কুলের শিক্ষার্থীও অংশ নেয়।

আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক কাবেরী জান্নাত বলেন, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এক অভূতপূর্ব মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়েছে পৃথিবীর মানুষ, যেখানে সৌরমণ্ডলের সাতটি গ্রহ একসঙ্গে দেখতে পাওয়ার মতো ঘটনা ঘটে গেল।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেনুভিটা মানমন্দিরে টেলিস্কোপে চোখ রেখে চলছে গ্রহ দেখা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেনুভিটা মানমন্দিরে টেলিস্কোপে চোখ রেখে চলছে গ্রহ দেখা। ছবি: আজকের পত্রিকা

পর্বত আরোহণের প্রশিক্ষণ দেওয়া মাহী বলেন, ‘রাতের আকাশে একসঙ্গে এতগুলো গ্রহ দেখা সত্যিই একটি চমকপ্রদ ঘটনা। অনেক গ্রহ খালি চোখে দেখা যায় না দূরত্বের কারণে। তখন টেলিস্কোপের সহায়তা নিতে হয়। টেলিস্কোপে সবাই মিলে সাতটি গ্রহ দেখা খুবই আনন্দের।’

সাম্প্রতিক সময়ে অ্যান্টার্কটিকা ঘুরে আসা সালমা আক্তার বলেন, ‘রাতভর এই আয়োজনে অংশ নিয়ে অনেক আনন্দ পেয়েছি। বহুতল ভবনের ছাদে বড় টেলিস্কোপের মাধ্যমে একসঙ্গে সাতটি গ্রহ দেখা খুবই আনন্দের। আমি আমার দুই সন্তানকে নিয়ে এসেছি। বিজ্ঞানকে ভালো করে বোঝাতে এ ধরনের আয়োজন শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেনুভিটা মানমন্দিরে টেলিস্কোপে চোখ রেখে চলছে গ্রহ দেখা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেনুভিটা মানমন্দিরে টেলিস্কোপে চোখ রেখে চলছে গ্রহ দেখা। ছবি: আজকের পত্রিকা

মানমন্দিরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু জানান, বিজ্ঞানমনস্ক, পর্বত আরোহী, ভ্রমণপিপাসু কিছু মানুষের একসঙ্গে মিলে সৌরমণ্ডল দেখা খুবই আনন্দের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত