শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাজনীতি ঝেঁটিয়ে দুর করতে হবে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী। আজ সোমবার বিকেল ৪টায় কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কামারগাও আইডিয়াল হাই স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহি বি চৌধুরী বলেন, ‘যে কোনো বিদ্যালয়ের অধ্যক্ষ ও চেয়ারম্যান মহোদয় বলেন বিদ্যালয়ের ভবন লাগবে, মাঠ ভরাট করা লাগবে, এটা লাগবে ওটা লাগবে। তবে শিক্ষার মান উন্নয়নের কথা কেউ বলে না। আগে কিন্তু ভবন ছিল না, শিক্ষা ছিল। এখন ভবন আছে, কিন্তু শিক্ষা নেই।’
এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্র-ছাত্রীদের মানোন্নয়নে ও শিক্ষার মানোন্নয়নে চাহিদা ও লক্ষ্য থাকতে হবে। আধুনিক বাংলাদেশের জন্য শিক্ষার যে মানের প্রয়োজন, সেভাবে আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। একজন ডাক্তার জানে কীভাবে রোগ নির্ণয় করতে হয়, একজন রাজনীতিবিদ জানে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। সুতরাং শিক্ষার জন্য এক্সপার্টের প্রয়োজন। শিক্ষার মান নির্ণয় করাটা কোনো রাজনীতিবিদের কাজ না, এটা শিক্ষানুরাগীদের কাজ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে যত দিন রাজনীতিবিদদের ঝেঁটিয়ে বিদায় করতে না পারবে তত দিন শিক্ষার মান ঠিক হবে না।’
এমপি মাহি বি চৌধুরী আরও বলেন, ‘আমি যা দেখছি মসজিদ কমিটি বলেন, মাজার কমিটি বলেন, কবরস্থান কমিটি সব জায়গায় রাজনীতিবিদদের একটি প্রাধান্য! এই জায়গাটা পরিবর্তন করতে হবে।’
এ সভায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মনোনয়ন হোসেন শাহাদাতের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বীরতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী শহীদুল্লাহ কামাল ঝিলু, হাসাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলায়মান খান প্রমুখ।
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাজনীতি ঝেঁটিয়ে দুর করতে হবে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী। আজ সোমবার বিকেল ৪টায় কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কামারগাও আইডিয়াল হাই স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহি বি চৌধুরী বলেন, ‘যে কোনো বিদ্যালয়ের অধ্যক্ষ ও চেয়ারম্যান মহোদয় বলেন বিদ্যালয়ের ভবন লাগবে, মাঠ ভরাট করা লাগবে, এটা লাগবে ওটা লাগবে। তবে শিক্ষার মান উন্নয়নের কথা কেউ বলে না। আগে কিন্তু ভবন ছিল না, শিক্ষা ছিল। এখন ভবন আছে, কিন্তু শিক্ষা নেই।’
এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্র-ছাত্রীদের মানোন্নয়নে ও শিক্ষার মানোন্নয়নে চাহিদা ও লক্ষ্য থাকতে হবে। আধুনিক বাংলাদেশের জন্য শিক্ষার যে মানের প্রয়োজন, সেভাবে আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। একজন ডাক্তার জানে কীভাবে রোগ নির্ণয় করতে হয়, একজন রাজনীতিবিদ জানে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। সুতরাং শিক্ষার জন্য এক্সপার্টের প্রয়োজন। শিক্ষার মান নির্ণয় করাটা কোনো রাজনীতিবিদের কাজ না, এটা শিক্ষানুরাগীদের কাজ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে যত দিন রাজনীতিবিদদের ঝেঁটিয়ে বিদায় করতে না পারবে তত দিন শিক্ষার মান ঠিক হবে না।’
এমপি মাহি বি চৌধুরী আরও বলেন, ‘আমি যা দেখছি মসজিদ কমিটি বলেন, মাজার কমিটি বলেন, কবরস্থান কমিটি সব জায়গায় রাজনীতিবিদদের একটি প্রাধান্য! এই জায়গাটা পরিবর্তন করতে হবে।’
এ সভায় ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মনোনয়ন হোসেন শাহাদাতের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বীরতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী শহীদুল্লাহ কামাল ঝিলু, হাসাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলায়মান খান প্রমুখ।
যশোর শহরে নিজ বাড়িতে ভাড়াটিয়ার কাছে শাহানারা বেগম (৫৫) নামের এক বাড়িওয়ালি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় দায় স্বীকার করে লেখা একটি নোটপ্যাড উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগেরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এ আদেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
২ ঘণ্টা আগেহিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা আজ বৃহস্পতিবার। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। এ পূজা দীপাবলি বা দিওয়ালি নামেও পরিচিত। দীপাবলি অর্থ প্রদীপের সা
২ ঘণ্টা আগে