নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টাইমস্কেল ফেরতের নির্দেশনা বাতিলসহ তিন দফা দাবিতে সমাবেশ করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে টাইমস্কেল-সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান দাবি করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
আট বছর পর অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রায় ৫০ হাজার জাতীয়করণ করা হয়। সে সময় প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইমস্কেল ফেরত প্রদানের নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনা বাতিলসহ তিন দফা দাবিতে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট।
সমাবেশে বক্তারা বলেন, ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক (চাকরির শর্তাবলি নির্ধারণ) বিধিমালা ২০১৩’ অনুযায়ী কার্যকর চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড ও প্রযোজ্য টাইমস্কেল প্রদান এবং অধিগ্রহণ করা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত যেসব প্রধান শিক্ষকের নাম গেজেট থেকে বাদ পড়েছে, তাঁদের প্রধান শিক্ষক হিসেবে গেজেটভুক্ত করতে হবে।
সমাবেশে সংগঠনটির আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রায় আট বছর পর অর্থ মন্ত্রণালয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অধিগ্রহণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইমস্কেল ফেরত দিতে অবৈধ পত্র দিয়েছে। ফলে ৪৮ হাজার ৭২০ জন শিক্ষক চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন।’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক (চাকরির শর্তাবলি নির্ধারণ) বিধিমালা ২০১৩ বিধি (৯) উপবিধি (১)-এর ভুল ব্যাখ্যা দিয়ে তাঁদের প্রাপ্য অধিকার বঞ্চিত করছে। বিধান অনুযায়ী চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল কিন্তু পেয়ে আসছিলেন প্রাথমিক শিক্ষকেরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আইন, বিধির তোয়াক্কা না করে কার্যকর চাকরিকালের পরিবর্তে ২০১৩ সালের ১ জানুয়ারি ধরে জ্যেষ্ঠতার তালিকা করায় জাতীয়করণ করা অনেক শিক্ষক জ্যেষ্ঠতার তালিকা থেকে বাদ পড়েছেন। এখন তাঁদের প্রত্যেকের ৫-৬ লাখ টাকা করে কেটে নেওয়া হচ্ছে।
হাতিয়া থেকে মানববন্ধনে অংশ নিতে আসা আল-হাবিব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আট বছর ধরে আমরা সরকারি গেজেট ও পরিপত্র অনুসারে টাইমস্কেল পাচ্ছি। কিন্তু গত বছরের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় পরিপত্র জারি করে বিগত সময়ে পাওয়া টাইম স্কেল ফেরত চাচ্ছে। এই কালো পরিপত্র বাতিলের দাবিতে আমরা মানববন্ধনে অংশ নিয়েছি।’
সমাবেশে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি আবদুর রহমান বাচ্চু, বাংলাদেশ ডিজিটাল প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব শেখ আবদুস সালাম মিয়া ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মো. মাহবুবুল হকসহ অন্যরা। সমাবেশে শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
টাইমস্কেল ফেরতের নির্দেশনা বাতিলসহ তিন দফা দাবিতে সমাবেশ করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে টাইমস্কেল-সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান দাবি করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
আট বছর পর অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রায় ৫০ হাজার জাতীয়করণ করা হয়। সে সময় প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইমস্কেল ফেরত প্রদানের নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনা বাতিলসহ তিন দফা দাবিতে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট।
সমাবেশে বক্তারা বলেন, ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক (চাকরির শর্তাবলি নির্ধারণ) বিধিমালা ২০১৩’ অনুযায়ী কার্যকর চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড ও প্রযোজ্য টাইমস্কেল প্রদান এবং অধিগ্রহণ করা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত যেসব প্রধান শিক্ষকের নাম গেজেট থেকে বাদ পড়েছে, তাঁদের প্রধান শিক্ষক হিসেবে গেজেটভুক্ত করতে হবে।
সমাবেশে সংগঠনটির আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রায় আট বছর পর অর্থ মন্ত্রণালয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অধিগ্রহণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইমস্কেল ফেরত দিতে অবৈধ পত্র দিয়েছে। ফলে ৪৮ হাজার ৭২০ জন শিক্ষক চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন।’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক (চাকরির শর্তাবলি নির্ধারণ) বিধিমালা ২০১৩ বিধি (৯) উপবিধি (১)-এর ভুল ব্যাখ্যা দিয়ে তাঁদের প্রাপ্য অধিকার বঞ্চিত করছে। বিধান অনুযায়ী চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল কিন্তু পেয়ে আসছিলেন প্রাথমিক শিক্ষকেরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আইন, বিধির তোয়াক্কা না করে কার্যকর চাকরিকালের পরিবর্তে ২০১৩ সালের ১ জানুয়ারি ধরে জ্যেষ্ঠতার তালিকা করায় জাতীয়করণ করা অনেক শিক্ষক জ্যেষ্ঠতার তালিকা থেকে বাদ পড়েছেন। এখন তাঁদের প্রত্যেকের ৫-৬ লাখ টাকা করে কেটে নেওয়া হচ্ছে।
হাতিয়া থেকে মানববন্ধনে অংশ নিতে আসা আল-হাবিব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আট বছর ধরে আমরা সরকারি গেজেট ও পরিপত্র অনুসারে টাইমস্কেল পাচ্ছি। কিন্তু গত বছরের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় পরিপত্র জারি করে বিগত সময়ে পাওয়া টাইম স্কেল ফেরত চাচ্ছে। এই কালো পরিপত্র বাতিলের দাবিতে আমরা মানববন্ধনে অংশ নিয়েছি।’
সমাবেশে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি আবদুর রহমান বাচ্চু, বাংলাদেশ ডিজিটাল প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব শেখ আবদুস সালাম মিয়া ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মো. মাহবুবুল হকসহ অন্যরা। সমাবেশে শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৮ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৯ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে