Ajker Patrika

ঘূর্ণিঝড় জাওয়াদ: শিবচরে প্রায় ৪ হাজার হেক্টর জমির ফসল নষ্ট

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
ঘূর্ণিঝড় জাওয়াদ: শিবচরে প্রায় ৪ হাজার হেক্টর জমির ফসল নষ্ট

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অতিবৃষ্টিতে মাদারীপুরের শিবচরে প্রায় ৪ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এর মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে সরিষা, মসুর, পেঁয়াজ, রসুন এবং কালোজিরা খেতের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টিতে আবাদি জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ায় প্রান্তিক কৃষকদের মাথায় যেন আকাশ ভেঙে পরেছে। টানা ৩ দিনের ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পরেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে বেশির ভাগ ফসলের খেত পানিতে তলিয়ে যায়। সদ্য বোনা সরিষা, মাষকলাই, ধনিয়া, গম, কালোজিরা মুহূর্তেই ভেসে ওঠে। এ ছাড়া পেঁয়াজ, রসুন, আলুসহ অন্যান্য ফসলের খেত পানিতে ডুবে যায়। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্তও অনেক জমিতে পানি আটকে রয়েছে। 

শিবচর উপজেলা কৃষি অফিস সূত্র জানান, গত রোববার শিবচর উপজেলায় ২৭ মিলিমিটার এবং সোমবার ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির ফলে নদনদীতে পানি বৃদ্ধিসহ ফসলি জমি তলিয়ে যায়। নদনদীর পানি বৃদ্ধি পেয়ে চরাঞ্চলের ফসলি জমিতে প্রবেশ করেছে। ফলে উপজেলার ৩ হাজার ৯৯৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।

এরই মধ্যে বোরো বীজতলা ৩০ হেক্টর, সরিষা ৯৭৫ হেক্টর, মসুর ৭৯২ হেক্টর, পেঁয়াজ ৯৩০ হেক্টর, রসুন ৫৬০ হেক্টর, কালোজিরা ২২০ হেক্টর, শাকসবজি ১৮০ হেক্টর, গম ৭২ হেক্টর, ধনিয়া ৯৮ হেক্টর, খেসারি ৭৫ হেক্টর, মাষকলাই ৫ হেক্টর, আলু ১২ হেক্টর, ভুট্টা ৩৫ হেক্টর এবং মরিচ ১০ হেক্টর নষ্ট হয়ে গেছে। 

উপজেলার বহেরাতলা এলাকার কৃষকেরা বলেন, জমিতে পেঁয়াজ, রসুন, সরিষা, খেসারিসহ নানা জাতের ফসলের চাষ করা হয়েছে। তা ছাড়া এ এলাকার বেশির ভাগ জমি নিচু। ফলে কোনো কোনো জমিতে প্রায় হাঁটু পানি জমে গেছে। সব ফসল নষ্ট হয়ে গেছে। 

শিবচরে নলগোড়া এলাকার কৃষকেরা বলেন, জমিতে সেচ পাম্প করে পানি সরাতে হচ্ছে। বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। যা পুষিয়ে আনা সম্ভব হবে না। 

লবজান মোল্লা নামের এক কৃষক বলেন, আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছিল। সেই টাকা দিয়ে আমি পেঁয়াজ ও রসুন লাগিয়েছিলাম। আমার সব ফসলি জমিতে পানি জমে গেছে। এখন আমি কী করব, কিছুই বুঝতে পারছি না। ফসল নষ্ট হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। 

উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায় বলেন, অতিবৃষ্টিতে উপজেলার প্রায় সকল স্থানের জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে নদনদীর পানি বেড়ে ফসলের খেতে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করেছে। ফলে ফসল পানিতে আংশিক নিমজ্জিত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত