সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারের মিষ্টি ব্যবসায়ী সুদেব পাল (৩৮) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও তাঁকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের লোকজনের মাঝে বিরাজ করছে এখন অজানা আতঙ্কে।
সুদেব পাল উপজেলার ইছাপুরা গ্রামের হরিপদ পালের ছোট ছেলে সদেব পাল। তিনি দীর্ঘদিন ধরে ইছাপুরা হযরত শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
পরিবার জানায়, গত ১৭ আগস্ট সকালে ইছাপুরা ইউনিয়নের ভাড়া বাসা থেকে গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডারে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় গত ১৯ আগস্ট বৃহস্পতিবার সকালে মিষ্ট ব্যবসায়ীর ভাই মন্টু পাল সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মিষ্টি ব্যবসায়ীর বড় ভাই নিরঞ্জন পাল জানান, প্রতিদিনের মতো গত ১৭ আগস্ট সকাল ৯টায় ইছাপুরা বাসা থেকে নিজের দোকানের উদ্দেশ্যে রওনা দেন তাঁর ভাই সুদেব পাল। ওই দিন সন্ধ্যায় ফোন দিয়ে তাঁর ব্যবহৃত মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি ওই দিন দোকানে যাননি মোবাইল ফোনটিও সঙ্গে নেননি। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি।
ব্যবসায়ীর স্ত্রী ইতি পাল বলেন, তাঁর স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কী কারণে এ রকম ঘটনা ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না। তিনি স্বামীকে ফেরত চান।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরেও সুদেব পালকে না পাওয়ায় তাঁর বড় ভাই মন্টু পাল থানায় একটি জিডি করেছেন। আমরা নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখছি।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারের মিষ্টি ব্যবসায়ী সুদেব পাল (৩৮) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও তাঁকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের লোকজনের মাঝে বিরাজ করছে এখন অজানা আতঙ্কে।
সুদেব পাল উপজেলার ইছাপুরা গ্রামের হরিপদ পালের ছোট ছেলে সদেব পাল। তিনি দীর্ঘদিন ধরে ইছাপুরা হযরত শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
পরিবার জানায়, গত ১৭ আগস্ট সকালে ইছাপুরা ইউনিয়নের ভাড়া বাসা থেকে গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডারে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় গত ১৯ আগস্ট বৃহস্পতিবার সকালে মিষ্ট ব্যবসায়ীর ভাই মন্টু পাল সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মিষ্টি ব্যবসায়ীর বড় ভাই নিরঞ্জন পাল জানান, প্রতিদিনের মতো গত ১৭ আগস্ট সকাল ৯টায় ইছাপুরা বাসা থেকে নিজের দোকানের উদ্দেশ্যে রওনা দেন তাঁর ভাই সুদেব পাল। ওই দিন সন্ধ্যায় ফোন দিয়ে তাঁর ব্যবহৃত মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি ওই দিন দোকানে যাননি মোবাইল ফোনটিও সঙ্গে নেননি। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি।
ব্যবসায়ীর স্ত্রী ইতি পাল বলেন, তাঁর স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কী কারণে এ রকম ঘটনা ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না। তিনি স্বামীকে ফেরত চান।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরেও সুদেব পালকে না পাওয়ায় তাঁর বড় ভাই মন্টু পাল থানায় একটি জিডি করেছেন। আমরা নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখছি।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
৯ মিনিট আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
১৬ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২৫ মিনিট আগেআজ ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দিবস। এ বছর প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রমের ৩৪ বছর পূর্ণ করে ৩৫ বছরে পদার্পণ করছে। এমন মুহূর্তে এসে ছাত্র-জনতার আন্দোলনে পাওয়া নতুন বাংলাদেশে খুবিকে নব আবহে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
২৮ মিনিট আগে