কর নিয়ে ড. কামালের রিটের আদেশ ২১ জুন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

কর প্রদানের বিষয়ে আপিলেট ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ড. কামাল হোসেনের করা রিটের বিষয়ে শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এ দিন ধার্য করেন।

 গত ১৪ জুন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। এরপর এই বেঞ্চে আবেদন করা হয়। কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন। 

মোস্তাফিজুর রহমান বলেন, ড. কামাল অ্যান্ড অ্যাসোসিয়েটস যে কর প্রদান করেছে এনবিআর বলছে করের পরিমাণ আরও বেশি হবে। এটি এখনো সমন্বয় করা যায়। রাষ্ট্রপক্ষও বিষয়টি স্বীকার করেছে। অতিরিক্ত ৬-৭ লাখ টাকা দিতে হবে। আমরা সেটি দিয়ে দেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত