আল-আমিন রাজু, নারায়ণগঞ্জ থেকে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটের দিনটিকে ঘিরে নানা জল্পনা-কল্পনা চলেছে শুরু থেকেই। তবে ভোটগ্রহণের প্রথম ঘণ্টায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।
নিউ চাষাঢ়া এলাকার আদর্শ স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শনে এসে ভোটের মাঠের নিরাপত্তার কথা জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটারদের নিরাপত্তায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন। ভোটকেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। সিটি করপোরেশনের প্রতিটি কেন্দ্রে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শতভাগ নিরাপদে ভোটদান হবে।’
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেশ কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। যদি কোনো সহিংসতা ঘটে, তখন পুলিশের ভূমিকা কেমন হবে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোনো সহিংসতা ঘটলে সেটি সামাল দেওয়ার ট্রেনিং আমাদের আছে। কেউ যদি অশান্তি ঘটানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিটি কেন্দ্রে কতজন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘প্রতিটি কেন্দ্রে পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন আছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, ১২ জন আনসার সদস্য মোতায়েন আছে। এ ছাড়া ভোটারদের নিরাপত্তায় বিজিবির টহল টিম ও রিজার্ভ ফোর্স, মোবাইল কোর্ট রয়েছে। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে প্রতিটি ভোটকেন্দ্র।’
ভোটদানে কোনো বাধা নেই জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ভোটাররা পছন্দের প্রার্থীদের ভোট দেবেন। সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা নেই। তাই সবাই নিশ্চিন্তে ভোটকেন্দ্রে এসে ভোট দিন। সিটি করপোরেশনের ভোটারদের উদ্দেশে একটি অনুরোধ করতে চাই, স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে আসবেন। সঙ্গে করে ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটের দিনটিকে ঘিরে নানা জল্পনা-কল্পনা চলেছে শুরু থেকেই। তবে ভোটগ্রহণের প্রথম ঘণ্টায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।
নিউ চাষাঢ়া এলাকার আদর্শ স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শনে এসে ভোটের মাঠের নিরাপত্তার কথা জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটারদের নিরাপত্তায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন। ভোটকেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। সিটি করপোরেশনের প্রতিটি কেন্দ্রে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শতভাগ নিরাপদে ভোটদান হবে।’
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেশ কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। যদি কোনো সহিংসতা ঘটে, তখন পুলিশের ভূমিকা কেমন হবে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোনো সহিংসতা ঘটলে সেটি সামাল দেওয়ার ট্রেনিং আমাদের আছে। কেউ যদি অশান্তি ঘটানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিটি কেন্দ্রে কতজন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘প্রতিটি কেন্দ্রে পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন আছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, ১২ জন আনসার সদস্য মোতায়েন আছে। এ ছাড়া ভোটারদের নিরাপত্তায় বিজিবির টহল টিম ও রিজার্ভ ফোর্স, মোবাইল কোর্ট রয়েছে। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে প্রতিটি ভোটকেন্দ্র।’
ভোটদানে কোনো বাধা নেই জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ভোটাররা পছন্দের প্রার্থীদের ভোট দেবেন। সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা নেই। তাই সবাই নিশ্চিন্তে ভোটকেন্দ্রে এসে ভোট দিন। সিটি করপোরেশনের ভোটারদের উদ্দেশে একটি অনুরোধ করতে চাই, স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে আসবেন। সঙ্গে করে ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে