নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘একাত্তর: করতলে ছিন্নমাথা’ বইটি দেওয়া হয়েছিল দেড় শ শিক্ষার্থীকে। তারা প্রথমে বইটি পড়ে। এরপর প্রতিক্রিয়া লিখে জমা দেয়। মঙ্গলবার (১৮ জুলাই) সেই প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে তাদের দেওয়া হলো পুরস্কার।
বই পাঠ প্রতিক্রিয়ায় ৩৮ জনকে সনদপত্র এবং পাঁচজনকে সেরা পাঠক হিসেবে নির্বাচন করা হয়েছে। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে বই ও সনদপত্র।
দনিয়া কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে যৌথভাবে দনিয়া পাঠাগার ও দনিয়া কলেজ।
আয়োজনে মুখ্য আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি এবং প্রাবন্ধিক মফিদুল হক। পাঠাগার ভিত্তিক এই কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘আপনারা অবশ্যই এই ধরনের কার্যক্রম আরও বেশি বেশি করবেন। বিশেষ করে মুক্তিযুদ্ধকে তরুণ প্রজন্মের কাছে যত বেশি তুলে ধরা যাবে, তত বেশি একটি অসাম্প্রদায়িক সমাজ তৈরি হবে।’
আয়োজনে সেরা পাঁচ পাঠক হয়েছে—মাইমুন ইসলাম, আফছানা আক্তার মনিরা, আরাফাত রহমান মারুফ, মো. সাইফুল ইসলাম ও আকিয়া ইসলাম সাথী।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন করেন তাহমিনা খন্দকার মুক্তি। স্বাগত বক্তব্য দেন দনিয়া পাঠাগারের সভাপতি মো. শাহনেওয়াজ।
দনিয়া কলেজের শিক্ষক তাহেরা আক্তার শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দনিয়া কলেজের অধ্যক্ষ মো. আলমগীর মিয়া সভাপতি ছিলেন।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘একাত্তর: করতলে ছিন্নমাথা’ বইটি দেওয়া হয়েছিল দেড় শ শিক্ষার্থীকে। তারা প্রথমে বইটি পড়ে। এরপর প্রতিক্রিয়া লিখে জমা দেয়। মঙ্গলবার (১৮ জুলাই) সেই প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে তাদের দেওয়া হলো পুরস্কার।
বই পাঠ প্রতিক্রিয়ায় ৩৮ জনকে সনদপত্র এবং পাঁচজনকে সেরা পাঠক হিসেবে নির্বাচন করা হয়েছে। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে বই ও সনদপত্র।
দনিয়া কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে যৌথভাবে দনিয়া পাঠাগার ও দনিয়া কলেজ।
আয়োজনে মুখ্য আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি এবং প্রাবন্ধিক মফিদুল হক। পাঠাগার ভিত্তিক এই কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘আপনারা অবশ্যই এই ধরনের কার্যক্রম আরও বেশি বেশি করবেন। বিশেষ করে মুক্তিযুদ্ধকে তরুণ প্রজন্মের কাছে যত বেশি তুলে ধরা যাবে, তত বেশি একটি অসাম্প্রদায়িক সমাজ তৈরি হবে।’
আয়োজনে সেরা পাঁচ পাঠক হয়েছে—মাইমুন ইসলাম, আফছানা আক্তার মনিরা, আরাফাত রহমান মারুফ, মো. সাইফুল ইসলাম ও আকিয়া ইসলাম সাথী।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন করেন তাহমিনা খন্দকার মুক্তি। স্বাগত বক্তব্য দেন দনিয়া পাঠাগারের সভাপতি মো. শাহনেওয়াজ।
দনিয়া কলেজের শিক্ষক তাহেরা আক্তার শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দনিয়া কলেজের অধ্যক্ষ মো. আলমগীর মিয়া সভাপতি ছিলেন।
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
১২ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
১৮ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৪০ মিনিট আগে