ঢামেক প্রতিবেদক
রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত তিন শিশুর পরিচয় ২৮ ঘণ্টা পরও মেলেনি। লাশ তিনটি অজ্ঞাত হিসেবে পড়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিশুদের কোনো স্বজন মর্গে আসেনি। মৃতদেহ তিনটি মর্চুয়ারিতে রাখা আছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলওয়ে থানা-পুলিশ তিনটি মৃতদেহ মর্গে নিয়ে আসে।
এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে কোনো একসময় মহাখালী আমতলা সড়ক ভবনের পাশে রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই তিন শিশু। তাদের আনুমানিক বয়স ১২ থেকে ১৩ বছর।
ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, গতকাল সকালে মহাখালী আমতলা সড়ক ভবনের কাছে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিল ওই তিন পথশিশু। তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারা।
এসআই আরও বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত তিন শিশুর নাম-পরিচয় এখনো জানা যায়নি। মৃতদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, যখন তিন শিশু রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল তখন অনেকেই তাদের ডাকাডাকি করে। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি।
এসআই বলেন, ‘তাদের তো জাতীয় পরিচয়পত্র হয়নি। পরিচয় শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। তাই সকাল থেকে আমাদের রেলওয়ে পুলিশের কয়েকজন সদস্য এলাকার কিছু লোক নিয়ে শিশুদের ছবি নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছে। এতে যদি এলাকার কেউ চিনতে পারে।’
রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত তিন শিশুর পরিচয় ২৮ ঘণ্টা পরও মেলেনি। লাশ তিনটি অজ্ঞাত হিসেবে পড়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ মর্গে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিশুদের কোনো স্বজন মর্গে আসেনি। মৃতদেহ তিনটি মর্চুয়ারিতে রাখা আছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলওয়ে থানা-পুলিশ তিনটি মৃতদেহ মর্গে নিয়ে আসে।
এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে কোনো একসময় মহাখালী আমতলা সড়ক ভবনের পাশে রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই তিন শিশু। তাদের আনুমানিক বয়স ১২ থেকে ১৩ বছর।
ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, গতকাল সকালে মহাখালী আমতলা সড়ক ভবনের কাছে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিল ওই তিন পথশিশু। তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারা।
এসআই আরও বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত তিন শিশুর নাম-পরিচয় এখনো জানা যায়নি। মৃতদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, যখন তিন শিশু রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল তখন অনেকেই তাদের ডাকাডাকি করে। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি।
এসআই বলেন, ‘তাদের তো জাতীয় পরিচয়পত্র হয়নি। পরিচয় শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। তাই সকাল থেকে আমাদের রেলওয়ে পুলিশের কয়েকজন সদস্য এলাকার কিছু লোক নিয়ে শিশুদের ছবি নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছে। এতে যদি এলাকার কেউ চিনতে পারে।’
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৪ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে