ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল ফোন চুরির ঘটনায় মাইক ভাড়া করে চোরকে গালাগাল করেছেন ফয়েজ মিয়া (৬০) নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী।
গালাগালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে পড়ে। এতে হাস্যরস ও ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। তাছাড়া মাইকে অকথ্য ভাষায় গালাগালের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে বিব্রত হন।
জানা গেছে, কয়েক দিন আগে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় ফয়েজ মিয়ার ঘর থেকে দুটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় তিনি গত ১০ ফেব্রুয়ারি দুপুরে মাইক ভাড়া করে এনে চোরকে গালাগাল করেছেন। এ সময় মাইকে গালাগালের দৃশ্যটি কেউ একজন মুঠোফোনে ধারণ করে। পরে গত সোমবার ২৫ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফলে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে ফয়েজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘৯ দিন আগে আমার ঘর থেকে একটি এন্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন চুরি হয়েছে, যার বাজারমূল্য সাড়ে ১৭ হাজার টাকা। আমি গরিব মানুষ। সামান্য পানের দোকানদার। মোবাইল দুটি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। পরে মাইক ভাড়া করে এনে ইচ্ছেমতো গালিগালাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে মোবাইল ফোনের কাগজপত্র হারিয়ে ফেলেছি। তাই এ ঘটনায় থানায় জিডিও করতে পারতেছি না।’
ফয়েজ মিয়ার মতে, মোবাইল যেহেতু পাব না, তখন চোরকে মনমতো বকা ছাড়া আর কিছুই করার নাই।
এ প্রসঙ্গে জানতে চাইলে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘মোবাইল ফোন দুটি চুরি হওয়ায় থানায় জিডি করতে পরামর্শ দিয়েছি। তাছাড়া ফোন দুটি উদ্ধারে আমি নিজেও চেষ্টা করছি।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যেহেতু শুনেছি। খোঁজ নিয়ে দেখব।’
কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল ফোন চুরির ঘটনায় মাইক ভাড়া করে চোরকে গালাগাল করেছেন ফয়েজ মিয়া (৬০) নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী।
গালাগালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে পড়ে। এতে হাস্যরস ও ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। তাছাড়া মাইকে অকথ্য ভাষায় গালাগালের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে বিব্রত হন।
জানা গেছে, কয়েক দিন আগে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় ফয়েজ মিয়ার ঘর থেকে দুটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় তিনি গত ১০ ফেব্রুয়ারি দুপুরে মাইক ভাড়া করে এনে চোরকে গালাগাল করেছেন। এ সময় মাইকে গালাগালের দৃশ্যটি কেউ একজন মুঠোফোনে ধারণ করে। পরে গত সোমবার ২৫ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফলে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে ফয়েজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘৯ দিন আগে আমার ঘর থেকে একটি এন্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন চুরি হয়েছে, যার বাজারমূল্য সাড়ে ১৭ হাজার টাকা। আমি গরিব মানুষ। সামান্য পানের দোকানদার। মোবাইল দুটি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। পরে মাইক ভাড়া করে এনে ইচ্ছেমতো গালিগালাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে মোবাইল ফোনের কাগজপত্র হারিয়ে ফেলেছি। তাই এ ঘটনায় থানায় জিডিও করতে পারতেছি না।’
ফয়েজ মিয়ার মতে, মোবাইল যেহেতু পাব না, তখন চোরকে মনমতো বকা ছাড়া আর কিছুই করার নাই।
এ প্রসঙ্গে জানতে চাইলে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘মোবাইল ফোন দুটি চুরি হওয়ায় থানায় জিডি করতে পরামর্শ দিয়েছি। তাছাড়া ফোন দুটি উদ্ধারে আমি নিজেও চেষ্টা করছি।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যেহেতু শুনেছি। খোঁজ নিয়ে দেখব।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে