গাজীপুর প্রতিনিধি
বেতন বাড়ানোর ঘোষণার পরেও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের দ্বারা বিক্ষোভ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট হননি শ্রমিকেরা। ফলে বুধবার সকাল থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুন, বাইমাইলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন তাঁরা। একপর্যায়ে শ্রমিকেরা বিভিন্ন সড়ক অবরোধ করে কাঠ ও টায়ারে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া বিভিন্ন যানবাহন ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, সকাল ৯টার দিকে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া ও পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময়ে পুলিশ উত্তেজিত শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের ছোড়া টিয়ার শেল ও রাবার বুলেটের আঘাতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার, কোনাবাড়ী ক্লিনিক ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানার পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘আন্দোলনকারী শ্রমিকেরা কয়েকটি আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এ ছাড়া ভাঙচুরের চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি।’
তিনি আরও বলেন, বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বেতন বাড়ানোর ঘোষণার পরেও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের দ্বারা বিক্ষোভ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট হননি শ্রমিকেরা। ফলে বুধবার সকাল থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুন, বাইমাইলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন তাঁরা। একপর্যায়ে শ্রমিকেরা বিভিন্ন সড়ক অবরোধ করে কাঠ ও টায়ারে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া বিভিন্ন যানবাহন ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, সকাল ৯টার দিকে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া ও পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময়ে পুলিশ উত্তেজিত শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের ছোড়া টিয়ার শেল ও রাবার বুলেটের আঘাতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার, কোনাবাড়ী ক্লিনিক ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানার পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘আন্দোলনকারী শ্রমিকেরা কয়েকটি আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এ ছাড়া ভাঙচুরের চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি।’
তিনি আরও বলেন, বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১ ঘণ্টা আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
১ ঘণ্টা আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ ঘণ্টা আগে