ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে শারীরিক নির্যাতনে সোহেল মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। উপজেলা সদরে অবস্থিত পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছে তাঁর পরিবার। পরে রাতেই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সোহেল মিয়া উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীর ঘাটাইল এলাকার আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন কাজী ফজলে রাব্বি মিলকী, কামরুজ্জামান শোয়েব ও খন্দকার আতিকুর রহমান। অপর আসামিরা হলেন জাহিদ হাসান মান্নান, সাইফুল ইসলাম, নাসির উদ্দিন সোহাগ ও মো. ফিরোজ মিয়া। আসামিরা সবাই নিরাময় কেন্দ্রের অংশীদার।
মামলার অভিযোগ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাদকাসক্ত সোহেলকে চিকিৎসার জন্য তাঁর পরিবার গত ৫ মার্চ উপজেলা সদরের পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রে ভর্তি করান। ছয় মাসের চিকিৎসায় পুরোপুরি সুস্থ হওয়ার নিশ্চয়তায় প্রদান করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এ জন্য কর্তৃপক্ষকে ২৪ হাজার টাকা দেয় সোহেলের পরিবার।
নির্যাতনের কারণেই তাঁর ভাইয়ের মৃত্যুর হয়েছে অভিযোগ তুলে নিহতের বড় ভাই রুবেল বলেন, গত শুক্রবার সন্ধ্যায় পূর্ণতা মাদকাসক্তি কেন্দ্র থেকে ফোন করে তাঁর ভাইকে নিয়ে যেতে বলা হয়। রাতেই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন শনিবার সকালে শোয়ার ঘরে সোহেলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ক্ষত আছে। শরীরের কোনো কোনো জায়গায় সিগারেটের আগুনে পোড়ার দাগ রয়েছে।
পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক কামরুজ্জামান শোয়েব বলেন, ‘গত শুক্রবার সোহেলকে আমাদের চিকিৎসাকেন্দ্র থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের ঘাটাইলে মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে শারীরিক নির্যাতনে সোহেল মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। উপজেলা সদরে অবস্থিত পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে সাতজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছে তাঁর পরিবার। পরে রাতেই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সোহেল মিয়া উপজেলার জামুরিয়া ইউনিয়নের বীর ঘাটাইল এলাকার আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন কাজী ফজলে রাব্বি মিলকী, কামরুজ্জামান শোয়েব ও খন্দকার আতিকুর রহমান। অপর আসামিরা হলেন জাহিদ হাসান মান্নান, সাইফুল ইসলাম, নাসির উদ্দিন সোহাগ ও মো. ফিরোজ মিয়া। আসামিরা সবাই নিরাময় কেন্দ্রের অংশীদার।
মামলার অভিযোগ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাদকাসক্ত সোহেলকে চিকিৎসার জন্য তাঁর পরিবার গত ৫ মার্চ উপজেলা সদরের পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রে ভর্তি করান। ছয় মাসের চিকিৎসায় পুরোপুরি সুস্থ হওয়ার নিশ্চয়তায় প্রদান করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এ জন্য কর্তৃপক্ষকে ২৪ হাজার টাকা দেয় সোহেলের পরিবার।
নির্যাতনের কারণেই তাঁর ভাইয়ের মৃত্যুর হয়েছে অভিযোগ তুলে নিহতের বড় ভাই রুবেল বলেন, গত শুক্রবার সন্ধ্যায় পূর্ণতা মাদকাসক্তি কেন্দ্র থেকে ফোন করে তাঁর ভাইকে নিয়ে যেতে বলা হয়। রাতেই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন শনিবার সকালে শোয়ার ঘরে সোহেলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ক্ষত আছে। শরীরের কোনো কোনো জায়গায় সিগারেটের আগুনে পোড়ার দাগ রয়েছে।
পূর্ণতা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক কামরুজ্জামান শোয়েব বলেন, ‘গত শুক্রবার সোহেলকে আমাদের চিকিৎসাকেন্দ্র থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হক জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি মো. মজিবুর রহমান চুন্নু বলেন, ‘আজকের সভায় আইনজীবীরা সর্বসম্মতিক্রমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অপসারণের জন্য আদালত বর্জনের সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমরা আজকের মধ্যে এ রেজল্যুশন জেলা জজ আদালতের প্রধান বিচারকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৌঁছে দিচ্ছি।
৪ মিনিট আগেসিলেটে মাদক সেবনকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের তালতলা এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতর থেকে তাঁদের আটক করা হয়।
১৫ মিনিট আগেবরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
২০ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
২৫ মিনিট আগে