নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন সরকারি দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার রক্ষায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার রক্ষায় আওয়ামী লীগ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে সুদৃঢ় আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে আগামী দুই বছরে বেশ কয়েকটি কর্মসূচিও গৃহীত হয়েছে। গত ৯ মার্চ সংখ্যালঘু ঐক্য মোর্চার সভায় এসব কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঐক্য পরিষদ ও ঐক্য মোর্চার বছরব্যাপী আন্দোলন কর্মসূচির শুরুতে আগামী ২৪ মার্চ শাহবাগ চত্বরে প্রায় দুই লাখ নাগরিকের গণস্বাক্ষর সংবলিত এক স্মারকলিপি পদযাত্রা সহকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দেওয়া হবে বলে জানান রানা দাশগুপ্ত।
রানা দাশগুপ্ত আরও বলেন, ‘সারা দেশ থেকে স্থানীয় জেলা প্রশাসকের মাধ্যমে ঐক্য পরিষদের সাংগঠনিক জেলা কমিটিসমূহ প্রধানমন্ত্রীর বরাবরে অনুরূপ স্মারকলিপি পেশ করবে। আমরা আশা করি, তিনি এ স্মারকলিপি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবেন এবং সরকারি দলের অঙ্গীকারসমূহ বাস্তবায়নে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’
সংবাদ সম্মেলন থেকে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের এসব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে নাগরিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঊষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারিওসহ অনান্য নেতৃবৃন্দ।
একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন সরকারি দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার রক্ষায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার রক্ষায় আওয়ামী লীগ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে সুদৃঢ় আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে আগামী দুই বছরে বেশ কয়েকটি কর্মসূচিও গৃহীত হয়েছে। গত ৯ মার্চ সংখ্যালঘু ঐক্য মোর্চার সভায় এসব কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঐক্য পরিষদ ও ঐক্য মোর্চার বছরব্যাপী আন্দোলন কর্মসূচির শুরুতে আগামী ২৪ মার্চ শাহবাগ চত্বরে প্রায় দুই লাখ নাগরিকের গণস্বাক্ষর সংবলিত এক স্মারকলিপি পদযাত্রা সহকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দেওয়া হবে বলে জানান রানা দাশগুপ্ত।
রানা দাশগুপ্ত আরও বলেন, ‘সারা দেশ থেকে স্থানীয় জেলা প্রশাসকের মাধ্যমে ঐক্য পরিষদের সাংগঠনিক জেলা কমিটিসমূহ প্রধানমন্ত্রীর বরাবরে অনুরূপ স্মারকলিপি পেশ করবে। আমরা আশা করি, তিনি এ স্মারকলিপি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবেন এবং সরকারি দলের অঙ্গীকারসমূহ বাস্তবায়নে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’
সংবাদ সম্মেলন থেকে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের এসব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে নাগরিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঊষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারিওসহ অনান্য নেতৃবৃন্দ।
দেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম লিমিটেডের শেয়ার জালিয়াতি করে দখল ও ভুয়া পারিবারিক সেটেলেমেন্ট দলিল তৈরির দুটি মামলায় গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ ৬ কর্মকর্তার জামিন বাতিল করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিভিশন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।
৩ মিনিট আগেরাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ সাতজনের মধ্যে আব্দুল খলিল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। আজ সোমবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
৬ মিনিট আগেরাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
২২ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের জেরে দুই দিন ক্লাস বন্ধ ঘোষণা করেছে সোহরাওয়ার্দী কলেজ। সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়।
২৮ মিনিট আগে