নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরে দিনমজুর আক্তার হোসেন নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর জামিনে মুক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তাঁকে জামিন দেন।
গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পরই তাঁকে জামিন দেওয়া হয়। তবে তাঁকে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
বিকেলে আলমাস কবীরকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার এসআই মাইদুল ইসলাম রিমান্ডের আবেদন না করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আলমাস কবীরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখা প্রয়োজন।
অন্যদিকে আলমাস কবীরের পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানিতে তিনি বলেন, ঘটনার সময় আলমাস বিদেশে ছিলেন। পরে আদালত অন্তর্বর্তীকালীন জামিন দেন। জামিন দেওয়ার পর আলমাস কবীরকে আদালত থেকেই মুক্তি দেওয়া হয়।
ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে আলমাসকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতে হাজির করা হয়।
গত ৫ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের সময় মোহাম্মদপুর বেড়িবাঁধে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দিনমজুর মোহাম্মদ আক্তার হোসেন (২৬)। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর নিহতের বাবা ওবায়দুল হক বাদী হয়ে আলমাস কবীরসহ ৮০ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
উল্লেখ্য, আলমাস কবীর সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠজন বলে পরিচিত। ২০০৬ সাল থেকে আলমাস কবীর মেট্রোনেটের প্রধান নির্বাহী (সিইও) ছিলেন। কোম্পানিটি সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই কোম্পানিটি ইন্ট্রানেট, ইন্টারনেট, আইপি টেলিফোনি, ক্লাউড কম্পিউটিং, ফিনটেকসহ নানা ধরনের আইটি-সংশ্লিষ্ট পরিষেবা দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরে দিনমজুর আক্তার হোসেন নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর জামিনে মুক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তাঁকে জামিন দেন।
গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পরই তাঁকে জামিন দেওয়া হয়। তবে তাঁকে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
বিকেলে আলমাস কবীরকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার এসআই মাইদুল ইসলাম রিমান্ডের আবেদন না করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আলমাস কবীরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখা প্রয়োজন।
অন্যদিকে আলমাস কবীরের পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানিতে তিনি বলেন, ঘটনার সময় আলমাস বিদেশে ছিলেন। পরে আদালত অন্তর্বর্তীকালীন জামিন দেন। জামিন দেওয়ার পর আলমাস কবীরকে আদালত থেকেই মুক্তি দেওয়া হয়।
ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে আলমাসকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতে হাজির করা হয়।
গত ৫ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের সময় মোহাম্মদপুর বেড়িবাঁধে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দিনমজুর মোহাম্মদ আক্তার হোসেন (২৬)। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর নিহতের বাবা ওবায়দুল হক বাদী হয়ে আলমাস কবীরসহ ৮০ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
উল্লেখ্য, আলমাস কবীর সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠজন বলে পরিচিত। ২০০৬ সাল থেকে আলমাস কবীর মেট্রোনেটের প্রধান নির্বাহী (সিইও) ছিলেন। কোম্পানিটি সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই কোম্পানিটি ইন্ট্রানেট, ইন্টারনেট, আইপি টেলিফোনি, ক্লাউড কম্পিউটিং, ফিনটেকসহ নানা ধরনের আইটি-সংশ্লিষ্ট পরিষেবা দেয়।
পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে পোস্ট করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন সমর্থকের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার জুলুহার বাজারে এই হামলার ঘটনা ঘটে। থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
১৪ মিনিট আগেনেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই ঝটিকা মিছিল করার পর রাতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
১৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় অপরাধীর বিচারসহ ১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তালা দেওয়ার পর দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টার
২৭ মিনিট আগেরাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গতকাল শনিবার তাঁদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।
৪২ মিনিট আগে