টিএসসিতে সামনে বসা নিয়ে ঢাবি ও ইডেন ছাত্রলীগ নেত্রীদের হাতাহাতি 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০১: ১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগের আয়োজনে ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে’ আলোচনা সভায় বসা নিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন ঢাবি ও ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীরা। 

একদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শামসুন নাহার হল ও রোকেয়া হল ছাত্রলীগের নেত্রীরা ছিলেন। অন্যদিকে ছিলেন ইডেন কলেজের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারীরা। 

রিভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের অনুসারী হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের নেত্রীরা ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ ঘটনা ঘটে। 

একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে বলেন, অনুষ্ঠানে সামনের চেয়ারে বসা ছিলেন রোকেয়া হলের মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন এসে তাঁদের উঠে পেছনে গিয়ে বসতে বলেন। তাঁরা ‘রিভাদের চেনেন না’ জানিয়ে উঠতে অস্বীকৃতি জানান। এ সময় রিভা মিহার থুতনি ধরে ঝাঁকি দেন। পরে সভা শেষে বঙ্গমাতা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে ঢাবি ছাত্রলীগের নেত্রীরা রিভাকে ঘিরে ধরেন। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। 

তবে রিভার গলা টিপে ধরে থাপ্পড় মারার অভিযোগ করেছেন ইডেন কলেজের নেত্রীরা। নাম প্রকাশ না করার শর্তে ইডেনের এক নেত্রী বলেন, ‘রিভা আপু আমাদের সিনিয়র। তাঁকে চড়-থাপ্পড় মারা মানে একটা ইউনিটকে চড়-থাপ্পড় মারা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এর বিচার হওয়া দরকার।’

এ বিষয়ে জানতে চাইলে তামান্না জেসমিন রিভা বলেন, ‘বসা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। সিনিয়রেরা বসতে চেয়েছিল কিন্তু তারা উঠবে না। ওরা আমাদের কাউকে চিনেই না— এ রকম। পরে কেন্দ্রীয় কয়েকজন নেতা এসে ওদের সরিয়ে দেয়। সভা শেষে বের হওয়ার সময় ওরা আমাদের কয়েকজনকে আটকায়। আমাদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছিল। তবে তেমন কিছু হয়নি।’

অভিযোগের বিষয়ে তানিয়া আক্তার তাপসী আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাবির মেয়েরা আগে থেকে সামনে বসা ছিল। পরে দুপুর ১২টার সময়ে ইডেন নেত্রীরা এসে তাদের উঠায়ে দিয়েছে, মুখে ধরে বাজে বিহেভ করেছে। প্রোগ্রাম শেষে রিভা আপুকে বিচার দিতে গিয়েছি। তখন উনি আমাদের সঙ্গে অ্যাগ্রেসিভ আচরণ করছে। তবে আমরা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রীরা) কাউকে মারধর করিনি। ওরা (ইডেনের নেত্রীরা) আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে।’ 

এ বিষয়ে জানতে শেখ ওয়ালী আসিফ ইনানের সঙ্গে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘বসা নিয়ে ঝামেলা হয়েছিল, বড় প্রোগ্রামে এটা সাধারণ বিষয়। তবে আমরা সমাধান করে দিয়েছি, বড় কোনো বিষয় না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত