কমিটি গঠনের ২ দিন পর প্রশ্নপত্র ফাঁসসহ জবি শাখার বিরুদ্ধে অভিযোগ তদন্তে ছাত্রলীগ

জবি সংবাদদাতা 
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ২২: ১০
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ২৩: ২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের বিষয়ে আগামীকাল রোববার থেকে তদন্ত শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগ দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। 

আজ শনিবার সেই তদন্ত কমিটির সদস্য বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহমেদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তাহসান আহমেদ রাসেল বলেন, ‘ছুটির দিন থাকায় আগামীকাল (রোববার) থেকে আমরা তদন্ত শুরু করব। আগামীকাল সরেজমিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাব। সবার কথা শুনব। যে অভিযোগগুলো উঠেছে সেসব খতিয়ে দেখব।’ 

তাহসান আহমেদ রাসেল আরও বলেন, ‘অভিযোগগুলো খতিয়ে দেখার পর সে অনুযায়ী আমরা একটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট জমা দেব। আর সে রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’ 

গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো এবং সাত দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। 

কমিটিতে থাকা দুজন সদস্য হলো—তাহসান আহমেদ রাসেল, সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ। অপরজন আব্দুল্লাহ হীল বারী, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে। সে অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তের মাধ্যমে সত্যতা বেরিয়ে আসবে। তদন্ত রিপোর্টের ওপর নির্ভর করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইনের বিরুদ্ধে মেসেঞ্জারে মেডিকেলের প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল টেন্ডার সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনের নিয়ন্ত্রণে রাখা, সদরঘাট এলাকায় সুমনা হাসপাতালে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। ২০২২ সালে জবি শাখা ছাত্রলীগের এই কমিটি গঠন করা হয়েছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত