নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারা দেশে বিভিন্ন সিটি করপোরেশনের মেয়ররা আসছেন না কার্যালয়ে। আত্মগোপনে আছেন অনেক কাউন্সিলর। এর মধ্যে গত সোমবার থেকে নিয়মিত অফিস করছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। পাশাপাশি কিছু আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী কাউন্সিলর নিজ নিজ এলাকায় সেবা দেওয়া শুরু করেছেন।
আজ বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। আন্দোলনের কারণে সিটি করপোরেশনের বাজেট অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। গত ২২ জুলাই বাজেট অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নগর ভবনে হামলার কারণে তা স্থগিত রাখা হয় অনির্দিষ্ট কালের জন্য। তবে চলমান উন্নয়নকাজ শুরু করেছেন ঠিকাদাররা। উন্নয়ন কার্যক্রম ও নগরবাসীর সেবা নিশ্চিতে অফিসে উপস্থিত থাকছেন মেয়র ও প্রধান নির্বাহীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শেখ হাসিনা সরকারের পদত্যাগ করার পর নারায়ণগঞ্জের অধিকাংশ সংসদ সদস্য আত্মগোপনে আছেন। পালিয়ে বেড়াচ্ছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। দলের পদপদবিতে থাকা কাউন্সিলরদের কেউ কেউ এখনো আত্মগোপনে। বেশ কয়েকজনের বাসাবাড়ি ও কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এরপর থেকে কয়েকটি ওয়ার্ডে সিটি করপোরেশনের সেবা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে আছে।
এদিকে নগরভবনে হামলার ঘটনায় নিচের তিনটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়। তবে ওপরের বাকি ফ্লোরগুলোতে কাজ চালিয়ে নিচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা। চালু হয়েছে সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালগুলো। নগরের পানি, ট্যাক্স, লাইসেন্সের কাজ চলছে স্বাভাবিক গতিতে। তবে কিছুটা ধীরগতিতে চলছে জন্ম নিবন্ধনের কার্যক্রম।
সিটি করপোরেশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের ২৬ জন ওয়ার্ড কাউন্সিলর নিজ নিজ কার্যালয়ে কার্যক্রম শুরু করেছেন। ১০ জন ওয়ার্ড কাউন্সিলরের কেউ কেউ এখনো অনুপস্থিত এবং তাঁদের কেউ কেউ আত্মগোপনে রয়েছেন রাজনৈতিক কারণে। কার্যক্রম চালানো সবাই যে বিএনপিপন্থী এমন নয়, আওয়ামীপন্থী কিছু কাউন্সিলরও তাঁদের কাজে যোগদান করেছেন। মূলত এলাকায় ব্যক্তি জনপ্রিয়তার কারণে তাঁদের কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে না।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘দেশের পরিস্থিতির কারণে এক সপ্তাহের মতো আমাদের সেবা বন্ধ ছিল। তবে এখন সিটি করপোরেশনের সেবা স্বাভাবিক রয়েছে। কিছুটা ধীরগতি এটা অস্বীকার করব না, কারণ আমাদের বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে খুব দ্রুতই গতি ফিরবে কাজে। আমাদের কর্মকর্তারা কাজে ফিরেছেন। উন্নয়নকাজগুলো ঠিকাদাররা শুরু করে দিয়েছেন।’
সারা দেশে বিভিন্ন সিটি করপোরেশনের মেয়ররা আসছেন না কার্যালয়ে। আত্মগোপনে আছেন অনেক কাউন্সিলর। এর মধ্যে গত সোমবার থেকে নিয়মিত অফিস করছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। পাশাপাশি কিছু আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী কাউন্সিলর নিজ নিজ এলাকায় সেবা দেওয়া শুরু করেছেন।
আজ বুধবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। আন্দোলনের কারণে সিটি করপোরেশনের বাজেট অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। গত ২২ জুলাই বাজেট অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নগর ভবনে হামলার কারণে তা স্থগিত রাখা হয় অনির্দিষ্ট কালের জন্য। তবে চলমান উন্নয়নকাজ শুরু করেছেন ঠিকাদাররা। উন্নয়ন কার্যক্রম ও নগরবাসীর সেবা নিশ্চিতে অফিসে উপস্থিত থাকছেন মেয়র ও প্রধান নির্বাহীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শেখ হাসিনা সরকারের পদত্যাগ করার পর নারায়ণগঞ্জের অধিকাংশ সংসদ সদস্য আত্মগোপনে আছেন। পালিয়ে বেড়াচ্ছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। দলের পদপদবিতে থাকা কাউন্সিলরদের কেউ কেউ এখনো আত্মগোপনে। বেশ কয়েকজনের বাসাবাড়ি ও কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এরপর থেকে কয়েকটি ওয়ার্ডে সিটি করপোরেশনের সেবা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে আছে।
এদিকে নগরভবনে হামলার ঘটনায় নিচের তিনটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়। তবে ওপরের বাকি ফ্লোরগুলোতে কাজ চালিয়ে নিচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা। চালু হয়েছে সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালগুলো। নগরের পানি, ট্যাক্স, লাইসেন্সের কাজ চলছে স্বাভাবিক গতিতে। তবে কিছুটা ধীরগতিতে চলছে জন্ম নিবন্ধনের কার্যক্রম।
সিটি করপোরেশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের ২৬ জন ওয়ার্ড কাউন্সিলর নিজ নিজ কার্যালয়ে কার্যক্রম শুরু করেছেন। ১০ জন ওয়ার্ড কাউন্সিলরের কেউ কেউ এখনো অনুপস্থিত এবং তাঁদের কেউ কেউ আত্মগোপনে রয়েছেন রাজনৈতিক কারণে। কার্যক্রম চালানো সবাই যে বিএনপিপন্থী এমন নয়, আওয়ামীপন্থী কিছু কাউন্সিলরও তাঁদের কাজে যোগদান করেছেন। মূলত এলাকায় ব্যক্তি জনপ্রিয়তার কারণে তাঁদের কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে না।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘দেশের পরিস্থিতির কারণে এক সপ্তাহের মতো আমাদের সেবা বন্ধ ছিল। তবে এখন সিটি করপোরেশনের সেবা স্বাভাবিক রয়েছে। কিছুটা ধীরগতি এটা অস্বীকার করব না, কারণ আমাদের বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে খুব দ্রুতই গতি ফিরবে কাজে। আমাদের কর্মকর্তারা কাজে ফিরেছেন। উন্নয়নকাজগুলো ঠিকাদাররা শুরু করে দিয়েছেন।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে