অনলাইন ডেস্ক
গণ-অভ্যুত্থানের পর সবাই আপসের পথ বেছে নিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আপস করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। তারা তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চাইছে।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থান ও বর্তমান করণীয়’ শীর্ষক উন্মুক্ত সভায় আলোচকেরা এমন মন্তব্য করেন।
তাঁরা বলেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
সভাটির আয়োজন করে গণ-অভ্যুত্থান সমর্থক মঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার অনুপস্থিত ছিলেন।
জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, ৫ আগস্ট বিপ্লবী ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানের ফলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে এবং খুনি হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এই অভ্যুত্থানে ২ হাজারের বেশি মানুষ শহীদ হন। তিনি আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং রাষ্ট্রের আমূল সংস্কার। কিন্তু তিন মাস না পেরোতেই রাজনৈতিক দলগুলো সেই চেতনা থেকে দূরে সরে গেছে।
সভায় আরও বক্তব্য দেন প্রকৌশলী মোনতাছির, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সর্বজনীন দলের নূর মোহাম্মদ মনির এবং শিক্ষার্থী নাফিউল ইসলাম।
বক্তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া, সংবিধান সংস্কার এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের মতো বিষয়গুলোতে আপসের সমালোচনা করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা থাকলেও রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে বলে মত দেন আলোচকেরা।
গণ-অভ্যুত্থানের পর সবাই আপসের পথ বেছে নিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আপস করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। তারা তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চাইছে।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থান ও বর্তমান করণীয়’ শীর্ষক উন্মুক্ত সভায় আলোচকেরা এমন মন্তব্য করেন।
তাঁরা বলেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
সভাটির আয়োজন করে গণ-অভ্যুত্থান সমর্থক মঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার অনুপস্থিত ছিলেন।
জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, ৫ আগস্ট বিপ্লবী ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানের ফলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে এবং খুনি হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এই অভ্যুত্থানে ২ হাজারের বেশি মানুষ শহীদ হন। তিনি আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং রাষ্ট্রের আমূল সংস্কার। কিন্তু তিন মাস না পেরোতেই রাজনৈতিক দলগুলো সেই চেতনা থেকে দূরে সরে গেছে।
সভায় আরও বক্তব্য দেন প্রকৌশলী মোনতাছির, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সর্বজনীন দলের নূর মোহাম্মদ মনির এবং শিক্ষার্থী নাফিউল ইসলাম।
বক্তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া, সংবিধান সংস্কার এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের মতো বিষয়গুলোতে আপসের সমালোচনা করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা থাকলেও রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে বলে মত দেন আলোচকেরা।
তিন বছর আইনি লড়াই শেষে আদালতের রায়ের পর রংপুরের গঙ্গাচড়া বড়বিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন শামছুল হুদা। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
৩ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করা নাবিল হোসেন (২২) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাঁকে আটক করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৪ মিনিট আগেযশোরের কেশবপুরে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফজর আলী বিশ্বাস (৬০) নামের এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার হাড়িয়াঘোপ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করেছে।
৮ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে এই আদেশ জারি করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।
১২ মিনিট আগে