Ajker Patrika

ডিএনসিসিতে ৮ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২০: ৪৩
ডিএনসিসিতে ৮ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

সারা দেশের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনেও (ডিএনসিসি) আগামী শনিবার (১১ ডিসেম্বর) শুরু হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন; চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এ সময় ডিএনসিসির ১ হাজার ৯০৫টি কেন্দ্রে মোট ৮ লাখ ৩৩ হাজার ৮৬১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে ডিএনসিসির নগর ভবনে এক সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা সাংবাদিকদের এ তথ্য জানান। 

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল বিনা মূল্যে খাওয়ানো হবে। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বার্তাও প্রচার করা হবে। 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন এ সবচেয়ে গুরুত্বপূর্ণ এক অণুপুষ্টি। ভিটামিন এ চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ভিটামিন এ-এর অভাবে রাতকানাসহ চোখের অন্য রোগ, শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, রক্তশূন্যতা এমনকি শিশুর মৃত্যুও হতে পারে। 

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী, বছরে দুবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়। এ কার্যক্রমের অংশ হিসেবে ডিএনসিসির ১০টি অঞ্চলের আওতাধীন ৫৪টি ওয়ার্ডে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এরই মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। যাদের পরিবারে শিশু রয়েছে, তারা স্বাস্থ্যবিধি মেনে চার দিনের যেকোনো দিন শিশুকে ক্যাপসুল খাওয়াতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত