শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে মাইনুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ হেল বাকী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটি উদ্ধার করেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ভাঙ্গামুখী সিল্কি পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ের পাঁচ্চর ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তখন ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিবচর ফায়ার সার্ভিসের সদস্যরা।
শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা (টিম লিডার) তরুণ অর রশিদ খানের নেতৃত্বে বাসের মধ্যে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের মধ্যে বাসের দুমড়েমুচড়ে যাওয়া অংশে আটকে পড়া যাত্রীদের কৌশলে বের করে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাঁদের মধ্যে বাসের চালক মাইনুদ্দিনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তরুণ অর রশিদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এ সময় আহত যাত্রীরা কেউ কেউ বাস থেকে বের হয়ে আসে। তবে বাসের সামনের দিকের ভাঙা অংশের মধ্যে পাঁচ-ছয়জন যাত্রী আটকা পড়ে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাদের বের করে আনতে সক্ষম হই। তাদের মধ্যে বাসচালক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।’
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে মাইনুদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ হেল বাকী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটি উদ্ধার করেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ভাঙ্গামুখী সিল্কি পরিবহনের একটি বাস এক্সপ্রেসওয়ের পাঁচ্চর ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তখন ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিবচর ফায়ার সার্ভিসের সদস্যরা।
শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা (টিম লিডার) তরুণ অর রশিদ খানের নেতৃত্বে বাসের মধ্যে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের মধ্যে বাসের দুমড়েমুচড়ে যাওয়া অংশে আটকে পড়া যাত্রীদের কৌশলে বের করে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাঁদের মধ্যে বাসের চালক মাইনুদ্দিনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তরুণ অর রশিদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। এ সময় আহত যাত্রীরা কেউ কেউ বাস থেকে বের হয়ে আসে। তবে বাসের সামনের দিকের ভাঙা অংশের মধ্যে পাঁচ-ছয়জন যাত্রী আটকা পড়ে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাদের বের করে আনতে সক্ষম হই। তাদের মধ্যে বাসচালক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
৭ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
১০ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকতে মৃতদেহ দুইটি ভেসে এসেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ
১০ মিনিট আগেমামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে। আমি বলে দিয়েছি- মাসে ৫০০ মামলা হবে। কোনো ঘটনা ঘটলে মামলা নেবে না, তা হবে না...
১৩ মিনিট আগে