প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে হালিমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে মারধরের পর হত্যা চেষ্টা করায় স্বামী মুরাদ শেখ (৪০) কে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা-পুলিশ। আজ রোববার সকালে উপজেলার কাজিরবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মুরাদ একই এলাকার হেলাল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ হালিমাকে মারধর করে আসছেন তাঁর স্বামী মুরাদ। বেশ কয়েকবার পানিতে চুবিয়ে মারারও চেষ্টাও করেছেন। গতকাল শনিবার স্থানীয় মেম্বার এ বিষয়ে বিচারও করেন। কিন্তু নেশাগ্রস্ত মুরাদ আজ আবার তাঁকে মারধর করেন। এ সময় স্থানীয় নারীরা বাধা দিলে তাঁদেরও মারতে চাপাতি নিয়ে এগিয়ে আসেন তিনি। এ ঘটনাটি প্রতিবেশী খাদিজা তাঁর মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে বিষয়টি জেলায় আলোড়ন সৃষ্টি করে। স্থানীয় মেম্বার ও লোকজন গিয়ে হালিমাকে উদ্ধার করে এবং ৯৯৯ এ ফোন দেয়।
ভিডিও ধারণকারী খাদিজা জানান, মুরাদের হাতে চাপাতি ছিল। কেউ হালিমাকে বাঁচাতে এলেই সে চাপাতি নিয়ে তাড়া করছেন। এ জন্য কেউ হালিমাকে বাঁচাতে পারছিলাম না।
হালিমা বেগমের ৪ বছরের শিশু কন্যা বলে, আমার মাকে বাবা মেরেছে। আমার মাকে বাঁচান।
মালখানগর ইউপি সদস্য মো. আবু সাঈদ বলেন, আমি ব্যাপারটি জানা মাত্র ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি মুরাদ হালিমার পেটে, পিঠে, মুখে কিল ঘুষি মারছে। আমি তাঁকে উদ্ধার করি এবং মুরাদকে আটকে রেখে থানায় খবর দেই।
মো. আবু সাঈদ আরও বলেন, হালিমার কপাল ও গাল কেটে গেছে। তাঁর শরীরে অসংখ্য জখম রয়েছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সাথে নারী নির্যাতন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে হালিমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে মারধরের পর হত্যা চেষ্টা করায় স্বামী মুরাদ শেখ (৪০) কে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা-পুলিশ। আজ রোববার সকালে উপজেলার কাজিরবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মুরাদ একই এলাকার হেলাল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ হালিমাকে মারধর করে আসছেন তাঁর স্বামী মুরাদ। বেশ কয়েকবার পানিতে চুবিয়ে মারারও চেষ্টাও করেছেন। গতকাল শনিবার স্থানীয় মেম্বার এ বিষয়ে বিচারও করেন। কিন্তু নেশাগ্রস্ত মুরাদ আজ আবার তাঁকে মারধর করেন। এ সময় স্থানীয় নারীরা বাধা দিলে তাঁদেরও মারতে চাপাতি নিয়ে এগিয়ে আসেন তিনি। এ ঘটনাটি প্রতিবেশী খাদিজা তাঁর মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে বিষয়টি জেলায় আলোড়ন সৃষ্টি করে। স্থানীয় মেম্বার ও লোকজন গিয়ে হালিমাকে উদ্ধার করে এবং ৯৯৯ এ ফোন দেয়।
ভিডিও ধারণকারী খাদিজা জানান, মুরাদের হাতে চাপাতি ছিল। কেউ হালিমাকে বাঁচাতে এলেই সে চাপাতি নিয়ে তাড়া করছেন। এ জন্য কেউ হালিমাকে বাঁচাতে পারছিলাম না।
হালিমা বেগমের ৪ বছরের শিশু কন্যা বলে, আমার মাকে বাবা মেরেছে। আমার মাকে বাঁচান।
মালখানগর ইউপি সদস্য মো. আবু সাঈদ বলেন, আমি ব্যাপারটি জানা মাত্র ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি মুরাদ হালিমার পেটে, পিঠে, মুখে কিল ঘুষি মারছে। আমি তাঁকে উদ্ধার করি এবং মুরাদকে আটকে রেখে থানায় খবর দেই।
মো. আবু সাঈদ আরও বলেন, হালিমার কপাল ও গাল কেটে গেছে। তাঁর শরীরে অসংখ্য জখম রয়েছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সাথে নারী নির্যাতন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
১৯ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
৩১ মিনিট আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
৩৮ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে