নারায়ণগঞ্জ প্রতিনিধি
‘আমরা যখন কোপ খাইয়া মাটিতে পইড়া আছিলাম, তখন কাউন্সিলর শাহিন কইতাছিলো, সবাই আয়, দেখতো ওরা মরছে নি? এই কথা শুনে হামলাকারীরা আমাগো লাথি মাইরা দেখতাছিলো বাইচ্চা আছি কি না? এরপর গাড়ি নিয়া পালায়া যায়।’ কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জের বন্দরের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অনুগামীদের হামলায় গুরুতর আহত আল আমিন (২৬)।
গত সোমবার রাতে বন্দরের রূপালী আবাসিক এলাকায় পূর্ব বিরোধের জেরে কাউন্সিলরের অনুগামীদের হামলায় নিহত হন ওয়ার্কশপ ব্যবসায়ী মেরাজুল ইসলাম জয় (২৭)। একই ঘটনায় ওয়ার্কশপে থাকা জয়ের বন্ধু আল আমিন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকেই থমথমে পরিবেশ বিরাজ করছে বন্দরজুড়ে।
নিহত মেরাজুল ইসলাম ছালেহনগর এলাকার আজহারুল ইসলামের ছেলে এবং আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক। আহত আল আমিন রুপালি আবাসিক এলাকার জাভেদ মিয়ার ছেলে। আহত অবস্থায় আল আমিন এক ভিডিও বার্তায় হামলাকারীদের নাম প্রকাশ এবং নেপথ্যে কাউন্সিলরের নির্দেশনার কথা প্রকাশ করেছেন, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রকাশিত ২ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে আল আমিনকে বলতে শোনা যায়, ‘ওয়ার্কশপে মেরাজ কাজ করছিল, আমি ওইখানে আড্ডা দিতাছিলাম। হঠাৎ তিনটা গাড়ি দোকানের সামনে আসে। গাড়ি থেকে কাইল্লা রানা, মানিক এসে মেরাজকে ধরে। এরপর কাউন্সিলর শাহিনের ভাইগ্না সৌরভ, পিংকি, চুইল্লা রাজু, অপু আইসা কোপাইতে থাকে আমাগো। কী জন্য মারতাছে জিগাইলে আরও বেশি কইরা কোপাইতাছিলো। ওই সময় কাউন্সিলর গাড়িতে বইসা নির্দেশ দিতাছিলো। কোপানো শেষ হইলে আমাগো লাথি মাইরা দেখছে বাইচ্চা আছি কি না। পরে গাড়ি নিয়া ওরা পলায়া যায়।’
এদিকে নিহত মেরাজুল ইসলাম জয়ের ছোট ভাই সম্রাট দাবি করেন, ‘আমার ভাই মারা যাওয়ার আগে হামলাকারীদের নাম বইলা গেছে। কাউন্সিলর শাহীন মিয়ার নেতৃত্বে তার ভাইগ্না ও তার লোকজন এই হামলা চালাইসে। কাউন্সিলর শাহীন পুরা সময় গাড়িতে বইসা সবাইরে মারতে নির্দেশ দিছে।’
এর আগে, সোমবার সন্ধ্যায় মেরাজুলের মালিকানাধীন আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মেরাজুল ইসলাম ও আল আমিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টায় মারা যান মেরাজুল। আহত আল আমিন এখনও চিকিৎসাধীন ।
এদিকে প্রকাশিত ভিডিওতে হামলাকারীদের নাম-পরিচয় প্রকাশ পেলে মধ্যরাতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কাউন্সিলর শাহীন ও তাঁর লোকজনের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। পরে কাউন্সিলরের কার্যালয়ে ইটপাটকেল ছুড়ে মারে উত্তেজিত জনতা। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
হামলার পর থেকে অভিযুক্ত কাউন্সিলর শাহীনের মোবাইল ফোন বন্ধ রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় হামলাকারীরা চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন। তিনি বলেন, ‘আমরা ইতমধ্যে দুজন সন্দেহভাজনকে আটক করেছি। তদন্তের স্বার্থে তাদের পরিচয় আপাতত প্রকাশ করছি না। অন্য আসামিদের ধরতে আমাদের অভিযান চলছে।’
‘আমরা যখন কোপ খাইয়া মাটিতে পইড়া আছিলাম, তখন কাউন্সিলর শাহিন কইতাছিলো, সবাই আয়, দেখতো ওরা মরছে নি? এই কথা শুনে হামলাকারীরা আমাগো লাথি মাইরা দেখতাছিলো বাইচ্চা আছি কি না? এরপর গাড়ি নিয়া পালায়া যায়।’ কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জের বন্দরের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অনুগামীদের হামলায় গুরুতর আহত আল আমিন (২৬)।
গত সোমবার রাতে বন্দরের রূপালী আবাসিক এলাকায় পূর্ব বিরোধের জেরে কাউন্সিলরের অনুগামীদের হামলায় নিহত হন ওয়ার্কশপ ব্যবসায়ী মেরাজুল ইসলাম জয় (২৭)। একই ঘটনায় ওয়ার্কশপে থাকা জয়ের বন্ধু আল আমিন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকেই থমথমে পরিবেশ বিরাজ করছে বন্দরজুড়ে।
নিহত মেরাজুল ইসলাম ছালেহনগর এলাকার আজহারুল ইসলামের ছেলে এবং আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক। আহত আল আমিন রুপালি আবাসিক এলাকার জাভেদ মিয়ার ছেলে। আহত অবস্থায় আল আমিন এক ভিডিও বার্তায় হামলাকারীদের নাম প্রকাশ এবং নেপথ্যে কাউন্সিলরের নির্দেশনার কথা প্রকাশ করেছেন, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রকাশিত ২ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে আল আমিনকে বলতে শোনা যায়, ‘ওয়ার্কশপে মেরাজ কাজ করছিল, আমি ওইখানে আড্ডা দিতাছিলাম। হঠাৎ তিনটা গাড়ি দোকানের সামনে আসে। গাড়ি থেকে কাইল্লা রানা, মানিক এসে মেরাজকে ধরে। এরপর কাউন্সিলর শাহিনের ভাইগ্না সৌরভ, পিংকি, চুইল্লা রাজু, অপু আইসা কোপাইতে থাকে আমাগো। কী জন্য মারতাছে জিগাইলে আরও বেশি কইরা কোপাইতাছিলো। ওই সময় কাউন্সিলর গাড়িতে বইসা নির্দেশ দিতাছিলো। কোপানো শেষ হইলে আমাগো লাথি মাইরা দেখছে বাইচ্চা আছি কি না। পরে গাড়ি নিয়া ওরা পলায়া যায়।’
এদিকে নিহত মেরাজুল ইসলাম জয়ের ছোট ভাই সম্রাট দাবি করেন, ‘আমার ভাই মারা যাওয়ার আগে হামলাকারীদের নাম বইলা গেছে। কাউন্সিলর শাহীন মিয়ার নেতৃত্বে তার ভাইগ্না ও তার লোকজন এই হামলা চালাইসে। কাউন্সিলর শাহীন পুরা সময় গাড়িতে বইসা সবাইরে মারতে নির্দেশ দিছে।’
এর আগে, সোমবার সন্ধ্যায় মেরাজুলের মালিকানাধীন আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মেরাজুল ইসলাম ও আল আমিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৯টায় মারা যান মেরাজুল। আহত আল আমিন এখনও চিকিৎসাধীন ।
এদিকে প্রকাশিত ভিডিওতে হামলাকারীদের নাম-পরিচয় প্রকাশ পেলে মধ্যরাতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কাউন্সিলর শাহীন ও তাঁর লোকজনের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। পরে কাউন্সিলরের কার্যালয়ে ইটপাটকেল ছুড়ে মারে উত্তেজিত জনতা। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
হামলার পর থেকে অভিযুক্ত কাউন্সিলর শাহীনের মোবাইল ফোন বন্ধ রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় হামলাকারীরা চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন। তিনি বলেন, ‘আমরা ইতমধ্যে দুজন সন্দেহভাজনকে আটক করেছি। তদন্তের স্বার্থে তাদের পরিচয় আপাতত প্রকাশ করছি না। অন্য আসামিদের ধরতে আমাদের অভিযান চলছে।’
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
৩ মিনিট আগেহলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
১১ মিনিট আগেবরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
৪২ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
১ ঘণ্টা আগে