রাজবাড়ীতে ১০ দিনে ৫ হত্যা, গ্রেপ্তার ৪ 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৪৩
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ০০

রাজবাড়ীর বিভিন্ন জায়গায় গত ১০ দিনে পাঁচটি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদরে দুটি, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় একটি করে হত্যার ঘটনা ঘটেছে। 

আজ বুধবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, সবশেষ গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার পূর্বভবদিয়া এলাকায় মাল্টাবাগান থেকে নিখোঁজের দুই দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ১৫ সেপ্টেম্বর রাতে পাংশায় নিজ স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মুখে বিষ ঢেলে দেন তাঁর স্বামী। 

অপর দিকে ২১ সেপ্টেম্বর কালুখালী থানায় এক ব্যক্তিকে (চোর সন্দেহে) পিটিয়ে হত্যা করে জনতা। ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকায় চরমপন্থী নেতা শুশীলকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ২৩ সেপ্টেম্বর নেশার টাকার জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে তাঁর স্বামী। 

পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন আরও বলেন, প্রতিটি হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। চুরি, আধিপত্য বিস্তার, পারিবারিক কলহের কারণে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পৃথক এই পাঁচটি হত্যাকাণ্ডে পাঁচটি মামলা হয়েছে। সেই সঙ্গে মামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

 এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত