রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বিভিন্ন জায়গায় গত ১০ দিনে পাঁচটি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদরে দুটি, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় একটি করে হত্যার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, সবশেষ গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার পূর্বভবদিয়া এলাকায় মাল্টাবাগান থেকে নিখোঁজের দুই দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ১৫ সেপ্টেম্বর রাতে পাংশায় নিজ স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মুখে বিষ ঢেলে দেন তাঁর স্বামী।
অপর দিকে ২১ সেপ্টেম্বর কালুখালী থানায় এক ব্যক্তিকে (চোর সন্দেহে) পিটিয়ে হত্যা করে জনতা। ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকায় চরমপন্থী নেতা শুশীলকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ২৩ সেপ্টেম্বর নেশার টাকার জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে তাঁর স্বামী।
পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন আরও বলেন, প্রতিটি হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। চুরি, আধিপত্য বিস্তার, পারিবারিক কলহের কারণে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পৃথক এই পাঁচটি হত্যাকাণ্ডে পাঁচটি মামলা হয়েছে। সেই সঙ্গে মামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান প্রমুখ।
রাজবাড়ীর বিভিন্ন জায়গায় গত ১০ দিনে পাঁচটি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদরে দুটি, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় একটি করে হত্যার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, সবশেষ গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার পূর্বভবদিয়া এলাকায় মাল্টাবাগান থেকে নিখোঁজের দুই দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ১৫ সেপ্টেম্বর রাতে পাংশায় নিজ স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মুখে বিষ ঢেলে দেন তাঁর স্বামী।
অপর দিকে ২১ সেপ্টেম্বর কালুখালী থানায় এক ব্যক্তিকে (চোর সন্দেহে) পিটিয়ে হত্যা করে জনতা। ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকায় চরমপন্থী নেতা শুশীলকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ২৩ সেপ্টেম্বর নেশার টাকার জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে তাঁর স্বামী।
পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন আরও বলেন, প্রতিটি হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। চুরি, আধিপত্য বিস্তার, পারিবারিক কলহের কারণে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পৃথক এই পাঁচটি হত্যাকাণ্ডে পাঁচটি মামলা হয়েছে। সেই সঙ্গে মামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান প্রমুখ।
কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় মাদারীপুরে দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
২ মিনিট আগেরাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়ার সচিব মহিবুল হক (৬৪) ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে (৬০) তিনদিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজি
৭ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় হারুন মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত হারুন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রইছউদ্দিনের ছেলে।
২৩ মিনিট আগেপদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রেলপথে পরীক্ষামূলক ট্রেনের ট্রায়েল শেষ হয়েছে। আজ রোববার ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে খুলনা পৌঁছায় বেলা ১টা ১০ মিনিটে। পরীক্ষামূলক ট্রেনটির এটি তৃতীয় ট্রায়েল।
৩৪ মিনিট আগে