সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
স্ত্রীকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। আজ শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারগাঁও চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে হোসনে আরা নামের ওই নারী নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হোসনে আরা উপজেলার সাদিপুর ইউনিয়নের বারগাঁও চৌধুরীপাড়া গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী। তাঁর স্বামী ব্যবসায়িক কাজে খুলনায় থাকেন। এ সময় তিনি রাস্তায় বের হলে ওই গ্রামের মোতা মিয়ার ছেলে দ্বীন ইসলাম প্রতিনিয়তই তাঁকে কুপ্রস্তাব দেন। বিষয়টি নিয়ে কয়েকবার প্রতিবাদ করলেও তিনি বাড়ি থেকে বের হলেই এর শিকার হন। পরে স্বামী বাড়িতে আসার পর বিষয়টি তাঁকে জানান হোসনে আরা। আজ শনিবার সকালে তাঁর স্বামী এ ঘটনার প্রতিবাদ করলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এই জেরে অভিযুক্ত দ্বীন ইসলাম, তাঁর ভাই আক্কাস আলী, শাহাব উদ্দিন, ইমন একত্র হয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর চালান। এতে বাধা দেওয়ায় তাঁর স্বামী শহীদুল ইসলামকে পিটিয়ে আহত এবং তাঁকে শ্লীলতাহানি করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দ্বীন ইসলাম এই বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্ত্রীকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। আজ শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারগাঁও চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে হোসনে আরা নামের ওই নারী নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হোসনে আরা উপজেলার সাদিপুর ইউনিয়নের বারগাঁও চৌধুরীপাড়া গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী। তাঁর স্বামী ব্যবসায়িক কাজে খুলনায় থাকেন। এ সময় তিনি রাস্তায় বের হলে ওই গ্রামের মোতা মিয়ার ছেলে দ্বীন ইসলাম প্রতিনিয়তই তাঁকে কুপ্রস্তাব দেন। বিষয়টি নিয়ে কয়েকবার প্রতিবাদ করলেও তিনি বাড়ি থেকে বের হলেই এর শিকার হন। পরে স্বামী বাড়িতে আসার পর বিষয়টি তাঁকে জানান হোসনে আরা। আজ শনিবার সকালে তাঁর স্বামী এ ঘটনার প্রতিবাদ করলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এই জেরে অভিযুক্ত দ্বীন ইসলাম, তাঁর ভাই আক্কাস আলী, শাহাব উদ্দিন, ইমন একত্র হয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর চালান। এতে বাধা দেওয়ায় তাঁর স্বামী শহীদুল ইসলামকে পিটিয়ে আহত এবং তাঁকে শ্লীলতাহানি করেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দ্বীন ইসলাম এই বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
৮ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে