ঢাবি প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ছাত্রলীগের আয়োজনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ছাত্রসমাবেশ। এ সমাবেশের অর্ডারের খাবার তৈরিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ক্যানটিনগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, অনেক ক্যানটিনে সাধারণ শিক্ষার্থীদের জন্য রান্নাই হয়নি। কিছু ক্যানটিনে খাবার রান্না হলেও বহিরাগতরা খেয়ে যাওয়ায় খাবার শেষ হয়ে গেছে। এমনকি হল থেকে যাঁরা সমাবেশে গেছেন, শুধু তাঁরাই খাবার পেয়েছেন এমন অভিযোগও আছে।
আজ শুক্রবার হল ক্যানটিনগুলোর মালিক ও ম্যানেজারদের সঙ্গে কথা বলে জানা যায়, সমাবেশের অর্ডারের খাবার তৈরি করায় ক্যানটিনে অন্য খাবার তৈরি করা হয়নি। অর্ডারের অতিরিক্ত কিছু খাবার ছিল, যা দুপুর ১২টার আগেই শেষ হয়ে যায়। এর পরে গিয়ে আর কেউ খাবার পাননি।
খাবার না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘হলের ক্যানটিনে ছাত্রলীগের প্রোগ্রামে যারা যাবে, তাদের জন্য অর্ডার দিয়ে খাবার রান্না করা হয়েছে, যারা সাধারণ শিক্ষার্থী আছে, তাদের জন্য তেমন খাবার নেই। পরে কিছু খাবার পেয়েছি, তবে অনেকেই খাবার পায়নি।’
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ‘হলের যারা প্রোগ্রামে যাবে, তাদের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে ক্যানটিনে খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি এত পরিমাণ বহিরাগত খাওয়াদাওয়া করেছে যে হলের শিক্ষার্থীরা খাবার পায়নি অনেকে।’
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী তানভীর বলেন, ‘ক্যানটিনে কোনো রান্না হয় নাই। শুধু সমাবেশের জন্য অর্ডার ছিল। আমরা এখন রুমে রান্না করছি।’ এ বিষয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হলের ক্যানটিনে খাবার রান্না না হওয়ার বিষয়টা জানা নেই। তবে এটা ঠিক হয়নি। বিষয়টি দেখছি।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহিম বলেন, ‘ছাত্রলীগের প্রোগ্রাম থাকায় একটু ওভারলোড হয়েছে, এটা নিয়মিত কোনো ঘটনা নয়। আর শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ছাত্রলীগের আয়োজনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ছাত্রসমাবেশ। এ সমাবেশের অর্ডারের খাবার তৈরিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ক্যানটিনগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, অনেক ক্যানটিনে সাধারণ শিক্ষার্থীদের জন্য রান্নাই হয়নি। কিছু ক্যানটিনে খাবার রান্না হলেও বহিরাগতরা খেয়ে যাওয়ায় খাবার শেষ হয়ে গেছে। এমনকি হল থেকে যাঁরা সমাবেশে গেছেন, শুধু তাঁরাই খাবার পেয়েছেন এমন অভিযোগও আছে।
আজ শুক্রবার হল ক্যানটিনগুলোর মালিক ও ম্যানেজারদের সঙ্গে কথা বলে জানা যায়, সমাবেশের অর্ডারের খাবার তৈরি করায় ক্যানটিনে অন্য খাবার তৈরি করা হয়নি। অর্ডারের অতিরিক্ত কিছু খাবার ছিল, যা দুপুর ১২টার আগেই শেষ হয়ে যায়। এর পরে গিয়ে আর কেউ খাবার পাননি।
খাবার না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘হলের ক্যানটিনে ছাত্রলীগের প্রোগ্রামে যারা যাবে, তাদের জন্য অর্ডার দিয়ে খাবার রান্না করা হয়েছে, যারা সাধারণ শিক্ষার্থী আছে, তাদের জন্য তেমন খাবার নেই। পরে কিছু খাবার পেয়েছি, তবে অনেকেই খাবার পায়নি।’
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ‘হলের যারা প্রোগ্রামে যাবে, তাদের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে ক্যানটিনে খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি এত পরিমাণ বহিরাগত খাওয়াদাওয়া করেছে যে হলের শিক্ষার্থীরা খাবার পায়নি অনেকে।’
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী তানভীর বলেন, ‘ক্যানটিনে কোনো রান্না হয় নাই। শুধু সমাবেশের জন্য অর্ডার ছিল। আমরা এখন রুমে রান্না করছি।’ এ বিষয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হলের ক্যানটিনে খাবার রান্না না হওয়ার বিষয়টা জানা নেই। তবে এটা ঠিক হয়নি। বিষয়টি দেখছি।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহিম বলেন, ‘ছাত্রলীগের প্রোগ্রাম থাকায় একটু ওভারলোড হয়েছে, এটা নিয়মিত কোনো ঘটনা নয়। আর শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।’
কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
২৪ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে