মুন্সিগঞ্জ প্রতিনিধি
পদ্মা সেতুতে মোটরসাইকেলের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম তিন ঘণ্টায় ৩ হাজারের বেশি মোটরসাইকেল পার হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় এসব মোটরসাইকেল পার হয়। তথ্য নিশ্চিত করেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী বলেন, ‘যানবাহন আসামাত্রই টোল পরিশোধ করে সেতু পারি দিতে পারছে। কোথাও কোনো চাপ নেই। সকাল ৯টা পর্যন্ত ৩ হাজারের বেশি মোটরসাইকেল পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে। সকালের দিকে দুটি বুথ দিয়ে টোল আদায় করা হয়। সকাল ৮টার পর চাপ কমতে থাকে। তখন থেকে আবার একটি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। যদি আবারও চাপ বাড়ে, সে ক্ষেত্রে দুটি দিয়ে আদায় করা হবে।’
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে মোটরসাইকেল আরোহীরা পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় ভিড় জমান। এ সময় দীর্ঘ সারির সৃষ্টি হয় টোল প্লাজায়। তাঁরা নিয়ম মেনে নির্দিষ্ট লেনে দাঁড়িয়ে টোল দিয়ে পদ্মা সেতু পার হচ্ছেন। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও সবার মুখেই হাসি দেখা গেছে।
বরিশালগামী যাত্রী সোলাইমান বলেন, ‘আজ জীবনের প্রথম পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। মোটরসাইকেল নিয়ে যেতে পারায় আমরা অনেক খুশি। আমরা চাই মোটরসাইকেল আরোহীদের জন্য সব সময় পদ্মা সেতু উন্মুক্ত থাকুক।’
গোপালগঞ্জগামী অপর মোটরসাইকেল আরোহী কামাল হোসেন বলেন, ‘পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল নিয়ে পার হতে পেরে আমাদের ঈদযাত্রায় ভোগান্তি অনেক লাঘব হয়েছে। মোটরসাইকেল দিয়ে যেতে না পারলে হয়তো বাস দিয়ে যেতাম। কিন্তু বাসে যেতে যেমন আমাদের সময় বেশি লাগত, অন্যদিকে আমাদের অনেক কষ্ট হতো। আমরা সব সময় নিয়ম মেনে মোটরসাইকেলে পদ্মা সেতু পারি দিতে চাই।’
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, ‘সকাল হতেই মোটরসাইকেলচালকেরা নিয়ম মেনে পদ্মা সেতু দিয়ে পার হচ্ছেন। এতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হতে দেখা যায়নি। শান্তিপূর্ণভাবে মোটরসাইকেল নিয়ে টোল প্লাজা হয়ে পদ্মা সেতু পার হচ্ছেন তাঁরা। পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পদ্মা সেতুর ওপরেও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে।’
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন থেকে সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল প্রায় ২৭ হাজার। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। পরে দীর্ঘ ৯ মাস ২৪ দিন পর আজ বৃহস্পতিবার পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা উঠেছে।
পদ্মা সেতুতে মোটরসাইকেলের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম তিন ঘণ্টায় ৩ হাজারের বেশি মোটরসাইকেল পার হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় এসব মোটরসাইকেল পার হয়। তথ্য নিশ্চিত করেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী বলেন, ‘যানবাহন আসামাত্রই টোল পরিশোধ করে সেতু পারি দিতে পারছে। কোথাও কোনো চাপ নেই। সকাল ৯টা পর্যন্ত ৩ হাজারের বেশি মোটরসাইকেল পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে। সকালের দিকে দুটি বুথ দিয়ে টোল আদায় করা হয়। সকাল ৮টার পর চাপ কমতে থাকে। তখন থেকে আবার একটি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। যদি আবারও চাপ বাড়ে, সে ক্ষেত্রে দুটি দিয়ে আদায় করা হবে।’
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে মোটরসাইকেল আরোহীরা পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় ভিড় জমান। এ সময় দীর্ঘ সারির সৃষ্টি হয় টোল প্লাজায়। তাঁরা নিয়ম মেনে নির্দিষ্ট লেনে দাঁড়িয়ে টোল দিয়ে পদ্মা সেতু পার হচ্ছেন। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও সবার মুখেই হাসি দেখা গেছে।
বরিশালগামী যাত্রী সোলাইমান বলেন, ‘আজ জীবনের প্রথম পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। মোটরসাইকেল নিয়ে যেতে পারায় আমরা অনেক খুশি। আমরা চাই মোটরসাইকেল আরোহীদের জন্য সব সময় পদ্মা সেতু উন্মুক্ত থাকুক।’
গোপালগঞ্জগামী অপর মোটরসাইকেল আরোহী কামাল হোসেন বলেন, ‘পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল নিয়ে পার হতে পেরে আমাদের ঈদযাত্রায় ভোগান্তি অনেক লাঘব হয়েছে। মোটরসাইকেল দিয়ে যেতে না পারলে হয়তো বাস দিয়ে যেতাম। কিন্তু বাসে যেতে যেমন আমাদের সময় বেশি লাগত, অন্যদিকে আমাদের অনেক কষ্ট হতো। আমরা সব সময় নিয়ম মেনে মোটরসাইকেলে পদ্মা সেতু পারি দিতে চাই।’
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, ‘সকাল হতেই মোটরসাইকেলচালকেরা নিয়ম মেনে পদ্মা সেতু দিয়ে পার হচ্ছেন। এতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হতে দেখা যায়নি। শান্তিপূর্ণভাবে মোটরসাইকেল নিয়ে টোল প্লাজা হয়ে পদ্মা সেতু পার হচ্ছেন তাঁরা। পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পদ্মা সেতুর ওপরেও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে।’
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন থেকে সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল প্রায় ২৭ হাজার। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। পরে দীর্ঘ ৯ মাস ২৪ দিন পর আজ বৃহস্পতিবার পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা উঠেছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে