গুলিতে উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা তাওহীদের পরিবার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ২১: ৩৪

মাদারীপুরে কোটাসংস্কার আন্দোলনে গুলিতে নিহত তাওহীদ সন্ন্যামাতের পরিবারের সদস্যদের কান্না থামছেই না। রাজমিস্ত্রির কাজ করে পরিবারকে আর্থিক সহযোগিতা করতেন তিনি। কিন্তু তাঁকে হারিয়ে সে পথটুকু বন্ধ হয়ে গেছে। সেজন্য সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছে তাঁরা।

নিহত তাওহীদ (২১) মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাউদ্দিন সন্ন্যামাতের ছেলে। সালাউদ্দিন সন্ন্যামাত কৃষিকাজ করেন। তাওহীদ রাজমিস্ত্রির কাজ করতেন। তাঁকে হারিয়ে পুরো পরিবারে এখনো চলছে শোকের মাতম।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের সঙ্গে মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় যোগ দেয় তাওহীদ সন্ন্যামাত। এ সময় এলোপাতাড়ি গুলিতে তাওহীদ মারা যান। পরদিন ২০ জুলাই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাওহীদকে শহীদ স্বীকৃতির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। ছবি: আজকের পত্রিকানিহত তাওহীদের বাবা সালাউদ্দিন সন্ন্যামাত বলেন, ‘সরকারিভাবে আর্থিক সহযোগিতা না পেলে কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব নয়। ছোট সন্তান হলেও তার আয়ের টাকা দিয়ে পরিবারের খরচ জোগাড় করা হতো। তা ছাড়া তাওহীদ তার বড় ভাইয়ের পড়ালেখার খরচ দিতেন। তাওহীদের এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না।’

নিহত তাওহীদের মামা ইব্রাহীম খলিল বলেন, ‘তাওহীদ ছাত্র আন্দোলনে গিয়ে গুলিতে মারা গেছে। তাওহীদের নামে এলাকায় একটি স্মরণীয় স্থাপনা নির্মাণের দাবি জানাচ্ছি। যাতে আগামী প্রজন্ম তাওহীদের কথা মনে রাখতে পারে।’ পাশাপাশি মস্তফাপুর বাসস্ট্যান্ডের গোলচত্বরটি শহীদ তাওহীদের নামে রাখার দাবি জানানো হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত