জবি প্রতিনিধি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। আজ বুধবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান। এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে আবরারের পরিবার।
রায়ের বিষয়ে আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, `আমরা আপাতত সন্তুষ্ট, তবে মহামান্য সুপ্রিম কোর্ট যদি এ রায় বহাল রাখেন এবং কার্যকর হয়, সেদিন আমরা পরিপূর্ণ সন্তুষ্ট হব। সরকার যেন এই রায় দ্রুত কার্যকর করে, সে জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, সে আশা রাখছি। আমি মনে করি, এই রায় সারা দেশে দৃষ্টান্ত হিসেবে থাকবে।'
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, প্রতিনিয়ত আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হলে এমন নির্যাতন চলে। আবরার হত্যা মামলার এই রায় তাদের জন্য একটি ম্যাসেজ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক দলগুলো যে নির্যাতন চালায়, তাদের জন্যও এটি সতর্কবার্তা।
মোশারফ হোসেন বলেন, `এই রায়ে আমরা সন্তুষ্ট। আমি অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ছাত্রলীগ করলে বঙ্গবন্ধুর আদর্শের হতে হবে।'
রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মেদ বলেন, এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। এই মামলায় যারা মাস্টারমাইন্ড ছিল, তাদের এ মামলায় আনা হয়নি। অনেক সাক্ষীর বক্তব্য সেভাবে শোনা হয়নি। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করব।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। আজ বুধবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান। এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে আবরারের পরিবার।
রায়ের বিষয়ে আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, `আমরা আপাতত সন্তুষ্ট, তবে মহামান্য সুপ্রিম কোর্ট যদি এ রায় বহাল রাখেন এবং কার্যকর হয়, সেদিন আমরা পরিপূর্ণ সন্তুষ্ট হব। সরকার যেন এই রায় দ্রুত কার্যকর করে, সে জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, সে আশা রাখছি। আমি মনে করি, এই রায় সারা দেশে দৃষ্টান্ত হিসেবে থাকবে।'
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, প্রতিনিয়ত আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হলে এমন নির্যাতন চলে। আবরার হত্যা মামলার এই রায় তাদের জন্য একটি ম্যাসেজ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক দলগুলো যে নির্যাতন চালায়, তাদের জন্যও এটি সতর্কবার্তা।
মোশারফ হোসেন বলেন, `এই রায়ে আমরা সন্তুষ্ট। আমি অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ছাত্রলীগ করলে বঙ্গবন্ধুর আদর্শের হতে হবে।'
রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মেদ বলেন, এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। এই মামলায় যারা মাস্টারমাইন্ড ছিল, তাদের এ মামলায় আনা হয়নি। অনেক সাক্ষীর বক্তব্য সেভাবে শোনা হয়নি। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করব।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৩২ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৪১ মিনিট আগে