নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকার গ্রীন হেলাল ইন্টারন্যাশনাল স্কুল ভবন থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীর নাম ইসরাক মানজুর (১৭), পিতা মন্জুরুল হাসান। নিহত ওই শিক্ষার্থী এ লেভেলের শিক্ষার্থী ছিল।
আজ দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউর পোস্ট অফিসের উল্টো পাশে এসএফএক্স গ্রীণহেরাল্ড স্কুলে এ ঘটনা ঘটে। নিহত ইসরাক পরিবারের সঙ্গে রাজধানীর ফার্মগেট এলাকার রাজাবাজারে থাকত।
নিহত শিক্ষার্থীর সহপাঠী ফুয়াদ আহমেদ জানান, সে ক্লাসে এসে একা একা থাকত। বেশ কিছুদিন ধরেই মনে হলো সে মানসিক সমস্যায় ভুগছিল। ক্লাসে আসলেও কারও সঙ্গে তেমন মিশতো না। হয়তো এমন মানসিক সমস্যার কারণেই আত্মহত্যা করেছে।
প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী জানান, দুপুরের একটা বিষয়ের ক্লাসের শেষে আমরা শিক্ষকের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। আমরা দৌড়ে গিয়ে দেখি নিচে একজন রক্তাক্ত হয়ে পরে রয়েছে। সঙ্গে সঙ্গে স্কুলের কয়েকজন এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ আসে।
আত্মহত্যার বিষয়ে জানতে নিহত শিক্ষার্থীর বাবা মন্জুরুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে তিনি এখন কথা বলতে চান না। থানায় আছেন। পরবর্তীতে কথা বলবেন।
শিক্ষার্থী আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল আমি নিজে পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। নিহত শিক্ষার্থীর বাবা মা ও স্কুল কর্তৃপক্ষ থানায় গেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
নিহত শিক্ষার্থীর বাবা মায়ের অভিযোগ আছে কি না জানতে চাইলে মুজিব পাটোয়ারি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কারও প্রতি অভিযোগ নেই। তবে আমরা তদন্ত করছি। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে।
রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকার গ্রীন হেলাল ইন্টারন্যাশনাল স্কুল ভবন থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীর নাম ইসরাক মানজুর (১৭), পিতা মন্জুরুল হাসান। নিহত ওই শিক্ষার্থী এ লেভেলের শিক্ষার্থী ছিল।
আজ দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউর পোস্ট অফিসের উল্টো পাশে এসএফএক্স গ্রীণহেরাল্ড স্কুলে এ ঘটনা ঘটে। নিহত ইসরাক পরিবারের সঙ্গে রাজধানীর ফার্মগেট এলাকার রাজাবাজারে থাকত।
নিহত শিক্ষার্থীর সহপাঠী ফুয়াদ আহমেদ জানান, সে ক্লাসে এসে একা একা থাকত। বেশ কিছুদিন ধরেই মনে হলো সে মানসিক সমস্যায় ভুগছিল। ক্লাসে আসলেও কারও সঙ্গে তেমন মিশতো না। হয়তো এমন মানসিক সমস্যার কারণেই আত্মহত্যা করেছে।
প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী জানান, দুপুরের একটা বিষয়ের ক্লাসের শেষে আমরা শিক্ষকের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। আমরা দৌড়ে গিয়ে দেখি নিচে একজন রক্তাক্ত হয়ে পরে রয়েছে। সঙ্গে সঙ্গে স্কুলের কয়েকজন এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ আসে।
আত্মহত্যার বিষয়ে জানতে নিহত শিক্ষার্থীর বাবা মন্জুরুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে তিনি এখন কথা বলতে চান না। থানায় আছেন। পরবর্তীতে কথা বলবেন।
শিক্ষার্থী আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল আমি নিজে পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। নিহত শিক্ষার্থীর বাবা মা ও স্কুল কর্তৃপক্ষ থানায় গেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
নিহত শিক্ষার্থীর বাবা মায়ের অভিযোগ আছে কি না জানতে চাইলে মুজিব পাটোয়ারি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কারও প্রতি অভিযোগ নেই। তবে আমরা তদন্ত করছি। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে।
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
৪ ঘণ্টা আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
৪ ঘণ্টা আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
৪ ঘণ্টা আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
৪ ঘণ্টা আগে