স্কুলের ভবন থেকে লাফ দিয়ে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীর আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ১৯: ২৫
আপডেট : ২৬ জুলাই ২০২২, ২১: ৩২

রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকার গ্রীন হেলাল ইন্টারন্যাশনাল স্কুল ভবন থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীর নাম ইসরাক মানজুর (১৭), পিতা মন্জুরুল হাসান। নিহত ওই শিক্ষার্থী এ লেভেলের শিক্ষার্থী ছিল। 
 
আজ দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউর পোস্ট অফিসের উল্টো পাশে এসএফএক্স গ্রীণহেরাল্ড স্কুলে এ ঘটনা ঘটে। নিহত ইসরাক পরিবারের সঙ্গে রাজধানীর ফার্মগেট এলাকার রাজাবাজারে থাকত। 

নিহত শিক্ষার্থীর সহপাঠী ফুয়াদ আহমেদ জানান, সে ক্লাসে এসে একা একা থাকত। বেশ কিছুদিন ধরেই মনে হলো সে মানসিক সমস্যায় ভুগছিল। ক্লাসে আসলেও কারও সঙ্গে তেমন মিশতো না। হয়তো এমন মানসিক সমস্যার কারণেই আত্মহত্যা করেছে।
 
প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী জানান, দুপুরের একটা বিষয়ের ক্লাসের শেষে আমরা শিক্ষকের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। আমরা দৌড়ে গিয়ে দেখি নিচে একজন রক্তাক্ত হয়ে পরে রয়েছে। সঙ্গে সঙ্গে স্কুলের কয়েকজন এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ আসে। 

আত্মহত্যার বিষয়ে জানতে নিহত শিক্ষার্থীর বাবা মন্জুরুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে তিনি এখন কথা বলতে চান না। থানায় আছেন। পরবর্তীতে কথা বলবেন। 

শিক্ষার্থী আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল আমি নিজে পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। নিহত শিক্ষার্থীর বাবা মা ও স্কুল কর্তৃপক্ষ থানায় গেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। 

নিহত শিক্ষার্থীর বাবা মায়ের অভিযোগ আছে কি না জানতে চাইলে মুজিব পাটোয়ারি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কারও প্রতি অভিযোগ নেই। তবে আমরা তদন্ত করছি। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত