নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়েক দিন আগে এক ভবন থেকে ইট পড়ে পা ভাঙ আলম মিয়ার। অবস্থা দিনকে দিন খারাপের দিকে যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে ভর্তি করা হয় শ্যামলীর ট্রমা সেন্টার ও হাসপাতালে। চিকিৎসকেরা পরার্মশ দেন অপারেশন করতে। গত বুধবার ভাঙা পায়ের অপারেশন করা হয় আলমের। জ্ঞান ফেরার পর বৃহস্পতিবারই বেডে আনা হয়েছে তাঁকে।
রাতে যখন হাসপাতালের ভবনটিতে আগুন লাগে, খবর পেয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন রোগী ও স্বজনেরা। ছেলে ও স্ত্রী মিলে আলমকে কোলে তুলে চতুর্থ তলা থেকে নিচে নামান। আহত হন স্ত্রী ও ছেলে। অপারেশন করা পায়ে আঘাত পান আলম।
রাত সাড়ে ১২টার দিকে ভবনটিতে আগুন যখন দাউ দাউ করে জ্বলছিল, তখন আলমকে রাস্তায় বসিয়ে রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আলমের স্ত্রী বলেন, ‘হয়তো একেই বলে মড়ার উপর খাঁড়ার ঘা। আমাদের মতো অসহায় এখন আর কেউ নেই!’
শুধু আলম নন, তাঁর মতো আরও রোগীরই ঠাঁই হয়েছে রাস্তায়। তাঁদের মধ্যে বয়স্ক রোগীও রয়েছেন। এমন অনেক রোগী রয়েছেন, যাঁরা বিছানাগত। তাঁদের নড়ানো-সরানোই কঠিন।
এদিকে শ্যামলীর মিরপুর রোডে ২০ তলা রূপায়ণ শেলটেক ভবনে আগুন লাগার প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, ‘রাত ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাজ করতে হয়েছে ১৮টি ইউনিট।’
বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির সপ্তম তলায় আগুন লাগে। ১১টা ৩৫-এ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ভবনের কয়েকটি তলায় খুঁজে চার নারীসহ অন্তত ২৩ জনকে নিরাপদে নামিয়ে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনো বেশ কয়েকজন ভেতরে আটকা রয়েছেন। তাঁরা ভবনের সামনের গ্লাস ভেঙে নিজেদের উদ্ধারের জন্য হাত নাড়াচ্ছেন। কেউ কেউ মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উদ্ধারের জন্য চিৎকার করছেন।
কয়েক দিন আগে এক ভবন থেকে ইট পড়ে পা ভাঙ আলম মিয়ার। অবস্থা দিনকে দিন খারাপের দিকে যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এনে ভর্তি করা হয় শ্যামলীর ট্রমা সেন্টার ও হাসপাতালে। চিকিৎসকেরা পরার্মশ দেন অপারেশন করতে। গত বুধবার ভাঙা পায়ের অপারেশন করা হয় আলমের। জ্ঞান ফেরার পর বৃহস্পতিবারই বেডে আনা হয়েছে তাঁকে।
রাতে যখন হাসপাতালের ভবনটিতে আগুন লাগে, খবর পেয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন রোগী ও স্বজনেরা। ছেলে ও স্ত্রী মিলে আলমকে কোলে তুলে চতুর্থ তলা থেকে নিচে নামান। আহত হন স্ত্রী ও ছেলে। অপারেশন করা পায়ে আঘাত পান আলম।
রাত সাড়ে ১২টার দিকে ভবনটিতে আগুন যখন দাউ দাউ করে জ্বলছিল, তখন আলমকে রাস্তায় বসিয়ে রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আলমের স্ত্রী বলেন, ‘হয়তো একেই বলে মড়ার উপর খাঁড়ার ঘা। আমাদের মতো অসহায় এখন আর কেউ নেই!’
শুধু আলম নন, তাঁর মতো আরও রোগীরই ঠাঁই হয়েছে রাস্তায়। তাঁদের মধ্যে বয়স্ক রোগীও রয়েছেন। এমন অনেক রোগী রয়েছেন, যাঁরা বিছানাগত। তাঁদের নড়ানো-সরানোই কঠিন।
এদিকে শ্যামলীর মিরপুর রোডে ২০ তলা রূপায়ণ শেলটেক ভবনে আগুন লাগার প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, ‘রাত ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাজ করতে হয়েছে ১৮টি ইউনিট।’
বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির সপ্তম তলায় আগুন লাগে। ১১টা ৩৫-এ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ভবনের কয়েকটি তলায় খুঁজে চার নারীসহ অন্তত ২৩ জনকে নিরাপদে নামিয়ে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখনো বেশ কয়েকজন ভেতরে আটকা রয়েছেন। তাঁরা ভবনের সামনের গ্লাস ভেঙে নিজেদের উদ্ধারের জন্য হাত নাড়াচ্ছেন। কেউ কেউ মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উদ্ধারের জন্য চিৎকার করছেন।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
৪ মিনিট আগেসরকারি জমি ও সৈকতের বেলাভূমি দখলের যেন মচ্ছব চলছে কক্সবাজারে। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনিক শিথিলতার সুযোগে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতারা কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় জায়গা দখলের প্রতিযোগিতায় নেমেছেন। গত তিন থেকে চার মাসে শহরের নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার সৈকতে...
৭ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
১৬ মিনিট আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
২৩ মিনিট আগে