নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা ১৪ দিন পর রাজধানীর সড়কে নেমেছে গণপরিবহনসহ অন্য সব যান। রাজধানী যেন হারিয়ে যাওয়া রূপ ফিরে পেয়েছে। সেই সঙ্গে ফিরে এসেছে শহরের কোলাহল। পেশাজীবীরা ছুটছেন কর্মস্থলে। কেউবা যাচ্ছেন ঢাকার বাইরে গ্রামের বাড়িতে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান নিষেধাজ্ঞা আট দিনের জন্য শিথিল করেছে সরকার। শিথিল হওয়ার প্রথম সকালে রাজধানীর দৃশ্য এমনটাই ছিল।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মধ্যবাড্ডা, গুলশান, শাহজাদপুর, কুড়িল, মহাখালী এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি সড়কে তীব্র যানজট। গণপরিবহনসহ অন্য সব যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ।
বিধিনিষেধ তুলে নিয়ে স্বাভাবিক করায় স্বস্তির পাশাপাশি শঙ্কার কথাও বলছেন নগরীর কর্মজীবীরা। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা শায়রুল বলেন, ‘এত দিন পর কাজে যাচ্ছি। ভালোই লাগছে। তবে এভাবে লকডাউন তুলে নেওয়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’
মধ্যবাড্ডায় স্টারলাইন কাউন্টারে ফেনী যাওয়ার উদ্দেশে বাসের অপেক্ষায় বসে থাকা মিজান বলেন, ‘ঈদের আগে লকডাউন তুলে দেওয়ায় ভালো হয়েছে। আমাদের তো বাড়ি যাওয়া লাগবে। কিন্তু ঈদের পর কীভাবে আসব, সেই চিন্তা করেছি।’
টানা ১৪ দিন পর রাজধানীর সড়কে নেমেছে গণপরিবহনসহ অন্য সব যান। রাজধানী যেন হারিয়ে যাওয়া রূপ ফিরে পেয়েছে। সেই সঙ্গে ফিরে এসেছে শহরের কোলাহল। পেশাজীবীরা ছুটছেন কর্মস্থলে। কেউবা যাচ্ছেন ঢাকার বাইরে গ্রামের বাড়িতে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান নিষেধাজ্ঞা আট দিনের জন্য শিথিল করেছে সরকার। শিথিল হওয়ার প্রথম সকালে রাজধানীর দৃশ্য এমনটাই ছিল।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মধ্যবাড্ডা, গুলশান, শাহজাদপুর, কুড়িল, মহাখালী এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি সড়কে তীব্র যানজট। গণপরিবহনসহ অন্য সব যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ।
বিধিনিষেধ তুলে নিয়ে স্বাভাবিক করায় স্বস্তির পাশাপাশি শঙ্কার কথাও বলছেন নগরীর কর্মজীবীরা। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা শায়রুল বলেন, ‘এত দিন পর কাজে যাচ্ছি। ভালোই লাগছে। তবে এভাবে লকডাউন তুলে নেওয়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’
মধ্যবাড্ডায় স্টারলাইন কাউন্টারে ফেনী যাওয়ার উদ্দেশে বাসের অপেক্ষায় বসে থাকা মিজান বলেন, ‘ঈদের আগে লকডাউন তুলে দেওয়ায় ভালো হয়েছে। আমাদের তো বাড়ি যাওয়া লাগবে। কিন্তু ঈদের পর কীভাবে আসব, সেই চিন্তা করেছি।’
মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর আকার বৃদ্ধি এবং সংস্কারকাজ চলছে ধীর গতিতে। এদিকে নদী পারাপারে বিকল্প ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী তিনটি ইউনিয়নের মানুষ। বিকল্প হিসেবে কাঠের মই ব্যবহার করে সেতুতে উঠে হেঁটে পার হচ্ছেন স্থানীয়রা।
১৩ মিনিট আগেচট্টগ্রামে আদালতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তাঁর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা
১৬ মিনিট আগেভুয়া কাগজপত্র দিয়ে ভোটার হতে এসে নীলফামারীতে গ্রেপ্তার হলেন চার রোহিঙ্গা যুবক। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
৩১ মিনিট আগেমাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর পাড়ায় নবগঙ্গা নদীর ওপরে নির্মিত ২ কোটি টাকার আরসিসি গার্ডার সেতুটি কাজে আসছে না। সেতুর সংযোগ সড়ক না থাকায় চলাচল ব্যাহত হচ্ছে। সেতু নির্মাণের স্থান নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের স্থান নির্বাচন সঠিক স্থানেও হয়নি। কবে সেতুর এই সম
৩১ মিনিট আগে