সৌগত বসু, গাজীপুর থেকে
পান-বিড়ি-সিগারেট বিক্রেতা রুস্তুম আলী তাঁর ক্রেতার সঙ্গে ইভিএম নিয়ে আলোচনায় ব্যস্ত। কীভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেবেন তাই নিয়ে দুজনের শলাপরামর্শ চলছিল। একপর্যায়ে ক্রেতা রুস্তুম আলীকে বলেন, ‘তোমার ১০ আঙুলের ছাপ আছে। ওই খান থেকেই ভোট নিয়ে নিবে।’ কিন্তু রুস্তুম আলীর কাছে বিষয়টি একেবারেই নতুন। এর আগে কখনো ইভিএমে ভোট না দেওয়া কিছুতেই তাঁর মাথায় কোনো ধারণা আসছে না।
আগামীকাল বৃহস্পতিবার ১১ লাখ ৭৯ হাজার ৪৮৬ ভোটারের জন্য গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করবে নির্বাচন কমিশন। ৪৮০টি কেন্দ্রের জন্য মোট ৫ হাজার ২৪৬ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এটি গাজীপুর সিটি নির্বাচনের তৃতীয়বারের মতো মেয়র নির্বাচনের ভোট। প্রার্থীদের প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে গতকাল (মঙ্গলবার) রাত ১২টার পর থেকে। তবে ভোটারদের মধ্যে বিশেষ করে নিম্নবিত্ত ও অশিক্ষিত মানুষের মধ্যে ইভিএম নিয়ে আগ্রহ রয়েছে প্রচুর। নিয়মিত চায়ের আড্ডা বা রাস্তার পাশে দোকানে গল্পে ইভিএমে কীভাবে ভোট দেবে, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা।
রুস্তুম আলী আজকের পত্রিকাকে জানান, তিনি ২০১৩ সালে ভোট দিয়েছেন। ২০১৮ সালেও ভোট দেওয়া রুস্তুম এত দিন শুধু ব্যালট পেপার সম্পর্কে জানেন। এবার ইভিএমে ভোট হবে। তবে কীভাবে ইভিএমে ভোট দিতে হবে তা জানা নেই তাঁর।
দোকানে পান কিনতে আসা ক্রেতা তাঁর পূর্বপরিচিত। তাই তাঁর কাছ থেকে ভোট দেওয়ার পদ্ধতি জেনে নেওয়ার চেষ্টা করছিলেন রুস্তুম। ক্রেতা তাঁকে জানান, ইভিএমে ভোট দেওয়া সহজ। আঙুলের ছাপ দিলেই ভোট হয়। আলাদা করে গুনতে হয় না। নষ্ট হলে আবার নতুন মেশিন দিয়ে দেবে। তবে রুস্তুম কিছুই জানেন না।
শেষ পর্যন্ত রুস্তুম আলীকে বলা হলো ভোট দিতে গেলে ওখানে দায়িত্বে যারা আছেন, তাঁরা তাঁকে শিখিয়ে দেবেন।
রুস্তুম জানান, তাঁর পরিবারের পাঁচজন সদস্য ভোটার। কোনোবারই ভোট দেওয়া থেকে বিরত থাকেন না তাঁরা। পঞ্চাশোর্ধ্ব রুস্তুমের আশা এবারও ভালোভাবে ভোট দিতে পারবেন। একবার ইভিএমে ভোট দিলে পরের বার আর সমস্যা হবে না তাঁর।
রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানিয়েছেন, প্রতিটা কেন্দ্রে প্রয়োজনের দেড়গুণ ইভিএম থাকবে। যেকোনো সময় সমস্যা হলে সেটা সরবরাহ করা হবে।
আগামীকাল নির্বাচনে মেয়র পদে আটজন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৪৯৭টি ভোটকক্ষে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
পান-বিড়ি-সিগারেট বিক্রেতা রুস্তুম আলী তাঁর ক্রেতার সঙ্গে ইভিএম নিয়ে আলোচনায় ব্যস্ত। কীভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেবেন তাই নিয়ে দুজনের শলাপরামর্শ চলছিল। একপর্যায়ে ক্রেতা রুস্তুম আলীকে বলেন, ‘তোমার ১০ আঙুলের ছাপ আছে। ওই খান থেকেই ভোট নিয়ে নিবে।’ কিন্তু রুস্তুম আলীর কাছে বিষয়টি একেবারেই নতুন। এর আগে কখনো ইভিএমে ভোট না দেওয়া কিছুতেই তাঁর মাথায় কোনো ধারণা আসছে না।
আগামীকাল বৃহস্পতিবার ১১ লাখ ৭৯ হাজার ৪৮৬ ভোটারের জন্য গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করবে নির্বাচন কমিশন। ৪৮০টি কেন্দ্রের জন্য মোট ৫ হাজার ২৪৬ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এটি গাজীপুর সিটি নির্বাচনের তৃতীয়বারের মতো মেয়র নির্বাচনের ভোট। প্রার্থীদের প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে গতকাল (মঙ্গলবার) রাত ১২টার পর থেকে। তবে ভোটারদের মধ্যে বিশেষ করে নিম্নবিত্ত ও অশিক্ষিত মানুষের মধ্যে ইভিএম নিয়ে আগ্রহ রয়েছে প্রচুর। নিয়মিত চায়ের আড্ডা বা রাস্তার পাশে দোকানে গল্পে ইভিএমে কীভাবে ভোট দেবে, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা।
রুস্তুম আলী আজকের পত্রিকাকে জানান, তিনি ২০১৩ সালে ভোট দিয়েছেন। ২০১৮ সালেও ভোট দেওয়া রুস্তুম এত দিন শুধু ব্যালট পেপার সম্পর্কে জানেন। এবার ইভিএমে ভোট হবে। তবে কীভাবে ইভিএমে ভোট দিতে হবে তা জানা নেই তাঁর।
দোকানে পান কিনতে আসা ক্রেতা তাঁর পূর্বপরিচিত। তাই তাঁর কাছ থেকে ভোট দেওয়ার পদ্ধতি জেনে নেওয়ার চেষ্টা করছিলেন রুস্তুম। ক্রেতা তাঁকে জানান, ইভিএমে ভোট দেওয়া সহজ। আঙুলের ছাপ দিলেই ভোট হয়। আলাদা করে গুনতে হয় না। নষ্ট হলে আবার নতুন মেশিন দিয়ে দেবে। তবে রুস্তুম কিছুই জানেন না।
শেষ পর্যন্ত রুস্তুম আলীকে বলা হলো ভোট দিতে গেলে ওখানে দায়িত্বে যারা আছেন, তাঁরা তাঁকে শিখিয়ে দেবেন।
রুস্তুম জানান, তাঁর পরিবারের পাঁচজন সদস্য ভোটার। কোনোবারই ভোট দেওয়া থেকে বিরত থাকেন না তাঁরা। পঞ্চাশোর্ধ্ব রুস্তুমের আশা এবারও ভালোভাবে ভোট দিতে পারবেন। একবার ইভিএমে ভোট দিলে পরের বার আর সমস্যা হবে না তাঁর।
রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানিয়েছেন, প্রতিটা কেন্দ্রে প্রয়োজনের দেড়গুণ ইভিএম থাকবে। যেকোনো সময় সমস্যা হলে সেটা সরবরাহ করা হবে।
আগামীকাল নির্বাচনে মেয়র পদে আটজন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৪৯৭টি ভোটকক্ষে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে